রাজ্যে ফের নিম্নমুখি কোভিড সংক্রমণের গ্রাফ। স্বাস্থ্য দফতরেরে মেডিক্যাল বুলেটিন অনুযায়ী সংক্রমণ কমে দাঁড়িয়েছে ১৩ হাজারের নীচে। একইসঙ্গে বেড়েছে সুস্থতার হার এবং কমেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২৯৭ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম।
আরও পড়ুন বিজেপির সন্ত্রাসে ঘরছাড়া তৃণমূল কর্মীরা
আরও পড়ুন কেন্দ্রের চাপানো করেই দাম বাড়ছে জ্বালানির
রাজ্যে সুস্থতার হার বাড়লেও নতুন করে চিন্তায় ফেলছে জেলা দার্জিলিং এবং উত্তর ২৪ পরগণা। একদিনে দার্জিলিঙে নতুন করে আক্রান্ত ১২২ জন।উত্তর ২৪ পরগণায় আক্রান্ত ১৭২ জন। ফলে দৈনিক সংক্রমণের নিরিখে ফের শীর্ষস্থানে উঠে এসেছে উত্তর ২৪ পরগণার নাম । এই দুই জেলার ক্রমাগত ঊর্ধ্বমুখী সংক্রমণ নতুন করে চিন্তায় ফেলছে চিকিৎসক মহলকে। রবিবার কলকাতায় আক্রান্তের সংখ্যা ১১১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫ হাজার ৩৮৪ জন। রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৮০ জন।যা আগের তুলনায় অনেকটাই কম।
আরও পড়ুন টিকাদান শেষ হলেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান
দৈনিক আক্রান্তের পাশাপাশি রাজ্যে মৃতের সংখ্যাও কমেছে। স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২০ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৯৯ । ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করে সুস্থ হয়েছেন ১৭৭৭ জন। ফলে গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৫৭ শতাংশ।
আরও পড়ুন আবার প্রেমের গল্প। ‘কিশমিশ’ না কিস মিস?