কথায় আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আর এটাই সত্যি প্রমাণিত হল বৃহস্পতিবার ভোরে ধূপগুড়িতে।এদিন ভোরে অন্ধ্রপ্রদেশ থেকে আসছিল অসমের বঙ্গাইগাওগামী মাছ মোঝাই একটি লরি। উল্টোদিক থেকে আসছিল একটি ট্যাংকার। ধূপগুড়ি শহরে ঢোকার আগে নিয়ন্ত্রণ হারিয়ে ঝুমুর এলাকায় লরির সঙ্গে সংঘর্ষ হয় ট্যাংকারের। ফলে ধাক্কা লেগে ঝুমুর ব্রিজের রেলিং ভেঙে নদীতে পরে যায় মাছ বোঝাই লরিটি।
আরও পড়ুন করোনার জের, ভক্তহীন স্নানযাত্রা জগন্নাথের
বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। এসে ঝাঁপিয়ে পড়েন নদীবক্ষে। তবে আহতদের উদ্ধার কার্যে নয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মাছ লুট করতে। কাজেই ধরা পড়ে সম্পূর্ণ বিপরীত ছবিটা। পাশে রক্তাক্ত দেহ ফেলে কার্যত মাছ লুঠতেই ব্যস্ত হয়ে পড়েন গ্রামবাসীরা। ফলে এই ঘটনায় প্রশ্ন উঠছে স্থানীয়দের মানবিকতা নিয়ে। যা নজর কেড়েছে স্থানীয় প্রশাসনের। তবে এদের মধ্যে কিছু সহৃদয় ব্যক্তিও ছিলেন যারা কিনা এই মাছের লোভ ত্যাগ করে উদ্ধারকার্যে হাত লাগিয়ে ছিলেন।
আরও পড়ুন মুখোমুখি স্পাইডার ম্যান ও পোপ ফ্রান্সিস
পুলিশ সূত্রে খবর, ১৪ চাকার ওই লরিটিতে ৪০ কেজি করে ৩০০ পেটি মাছ ছিল। এই মাছের বেশিরভাগ টাই লুঠ হয়ে যায়। তবে পরে ধূপগুড়ি থানার পুলিশ এসে কিছু মাছ উদ্ধার করতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত্যু হয় লরির খালাসীর, গুরুতর আহত অবস্থায় লরির চালককে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি।
আরও পড়ুন ভ্যাকসিন প্রতারণা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য