শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফারের জন্য আবেদন করতে থাকছে না আর কোনও সমস্যা। এই সমস্যা সমাধানের পথ দেখাল রাজ্যের শিক্ষা দফতর। শুরু হল ‘উৎসশ্রী’ অনলাইন পোর্টালের পথ চলা।রবিবার ১লা আগস্ট মাঝরাত থেকে এই পোর্টাল চালু হবে। ।খুব স্বল্প সময়ের মধ্যে শিক্ষক শিক্ষিকারা এই পোর্টালের মাধ্যমে ট্রান্সফারের আবেদনের সাড়া পাবেন। শনিবার এই পোর্টালের শুভ উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
আরও পড়ুন বিক্ষুব্ধ বাবুলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল
আসুন দেখা যাক কিভাবে আবেদন জানাতে পারবেন
আরও পড়ুন আবর্জনা রিসাইক্লিং করে জৈব সরঞ্জাম নির্মাণ প্রকল্পের উদ্ধোধন পুরসভার
এর মধ্যে দিয়ে ট্রান্সফারের আবেদন, মিউচুয়াল ট্রান্সফারের আবেদন করা যাবে, পাশাপাশি হোয়াটসঅ্যাপ -এ যোগাযোগ পর্যন্ত এই পোর্টালের মাধ্যমে করা যাবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান,প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা এটি ব্যাবহার করতে পারবেন।এই পোর্টালে কোনও সমস্যা সন্মুখীন হলে শিক্ষক শিক্ষিকারা হেল্প লাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নম্বরটি হল: ১৮০০১০২৩১৫৪. এছাড়াও হোয়াটসঅ্যাপ এ সমস্যা জানতে পারবেন শিক্ষক শিক্ষিকারা । হোয়াটসঅ্যাপ নম্বর হল: ৮৯০২৬০২৫১৯/৬২৯২২৬৩৩০০। এছাড়াও মেলের মাধ্যমেও শিক্ষক শিক্ষিকারা সমস্যা জানতে পারেন। মেল আইডিটি হল: onlineteachertransfer@gmail.com মোট ২০জন আধিকারিক এটার দেখভাল করবেন। এই উৎসশ্রী প্রকল্পকে দুয়ারে সরকার প্রকল্পের সঙ্গে যুক্ত করা হচ্ছে। সাড়ে সাত লক্ষ শিক্ষক শিক্ষিকা এই পোর্টাল থেকে সুবিধা পাবেন। সোমবার সকাল থেকে সবাই এখানে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ
আবেদনের জন্য শর্ত
আরও পড়ুন ফেসবুক পোস্টে ‘অভিমানী’ বাবুল গৌরীপ্রসন্ন, হেমন্তেই ভরসা