শিলিগুড়ি: সেভক-রংপো রেল প্রকল্পে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল ২ শ্রমিকের। পুলিস জানিয়েছে, তাঁদের নাম সন্তোষ রায় (২৫) এবং কারু ওঁরাও (২৫) । তাঁরা ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার অধীন কালীখোলা এলাকায়।
এর আগে ১৮ জুন টানেল নির্মাণের সময় নরেশ সোরেন ও সালখু মুর্মু নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। তবে ফের একই ঘটনা ঘটায় এবার বড়সড় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ। উঠছে গাফিলতির অভিযোগ। জানা গিয়েছে, রবিবার রাতে কালীখোলায় সেতু নির্মাণের জন্য পিলার তৈরির জন্য মাটি কাটতে খাদে নামেন ওই ২ শ্রমিক। এরপরই আচমকা উপর থেকে মাটি চাপা পড়ে যায়।
বিষয়টি দেখা মাত্রই অন্য শ্রমিকরা কোনওমতে ওই দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এরপর তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।