করোনা বাড়বাড়ন্তের জন্য চলতি বছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে রাজ্য সরকার। গত ৭ জুন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মতামতের ওপর ভিত্তি করেই পরীক্ষা বাতিলের কথা জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি মমতার
এদিকে পরীক্ষা না হওয়ায় কীসের ভিত্তিতে মূল্যায়ন হবে, তা এখনও জানায়নি শিক্ষা দফতর। এই প্রসঙ্গে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, কীভাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে তা শুক্রবার জানানো হবে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়েও এদিন বড় ঘোষণা করেছেন মমতা।
তিনি বলেন, মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট জুলাইয়ের মধ্যে বের হবে। শিক্ষা দফতর সূত্রে খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অনেকেই উচ্চতর শিক্ষার জন্য ভিন রাজ্যে যায়। সেকারণেই সবদিক মাথায় রেখে রেজাল্ট তৈরি করা হবে। অন্য বোর্ডের পড়ুয়াদের তুলনায় তারা যাতে পিছিয়ে না পরে সেটাও দেখা হবে।
আরও পড়ুন: কয়লাখনিতে আটকে মৃত্যু ১৩ শ্রমিকের
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির পরীক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে নবম শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং দশম শ্রেণির টেস্ট পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখা হবে। অন্যদিকে, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর দেখে মূল্যায়ন হবে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির প্রজেক্ট ও প্র্যাক্টিকালের নম্বর যোগ হতে পারে।
এদিকে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির মূল্যায়ন নিয়ে জটিলতা কাটতে চলেছে। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে এই সংক্রান্ত হলফনামা শীর্ষ আদালতে জমা দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল জানিয়েছেন, দশম থেকে দ্বাদশ শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে সিবিএসই-র দ্বাদশের ফল।
আরও পড়ুন: করোনাপর্বে জঙ্গিদের অর্থ জোগানের অভিযোগ পাক সংগঠনের বিরুদ্ধে
হলফনামায় বলা হয়েছে, পাঁচটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের নম্বরের ওপর ভিত্তি করে রেজাল্ট তৈরি হবে। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে। যে তিনটি বিষয়ে সর্বাধিক নম্বর পেয়েছেন পড়ুয়া, সেই তিনটিকেই বেছে নেওয়া হবে।