কলকাতা: প্রকাশ্যে আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি। পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ১৮ মার্চ। অপরদিকে, দ্বাদশের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ও শেষ হবে ৪ এপ্রিল। সম্পূর্ণ সূচি মিলবে সিবিএসই-র ওয়েব সাইটে।
আরও পড়ুন: পারদ পতন, কলকাতায় তাপমাত্রা আরও এক ডিগ্রি কমল
ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি নিয়ে চলেছে ছাত্র-ছাত্রীরা। দশম ও দ্বাদশের সব বিষয়ের প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট ও অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর বণ্টন সংক্রান্ত বিস্তারিত তথ্যও ওয়েবসাইটে দিয়েছে বোর্ড। পাশাপাশি, নম্বর আপলোডের সময় স্কুলগুলিকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ সিবিএসই-র। কারণ একবার আপলোড করা সংখ্যা আর পরিবর্তন করা যাবে না। আরও জানানো হয়েছে, ৭৫ শতাংশ উপস্থিতি থাকলে তবেই একজন পড়ুয়া পরীক্ষায় বসার অনুমতি পাবে।
দেখুন আরও খবর: