প্রথমে ছিলেন সঞ্জয় দত্ত। দ্বিতীয় জন – শাহরুখ খান। এই দুই ভারতীয়র পর এবার এক ভারতীয় নারী। সানিয়া মির্জা। তিনিও পেলেন আরব আমির শাহি’র গোল্ডেন ভিসা। এই ভিসা থাকলে ১০ বছর সেই দেশে থাকা যায়। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তাঁর স্বামী পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিকও পেয়েছেন – এইধরনের গোল্ডেন ভিসা।
সানিয়া – শোয়েব তাঁদের তিন বছরের ছেলে ইজহানকে নিয়ে বেশ কয়েক বছর ধরে দুবাইয়ে থাকেন। মির্জা আর মালিকের শাদি হয়েছিল ২০১০ সালে।
আরও পড়ুন – টোকিও অলিম্পিক: ডবলস জুটিতে সানিয়া-অঙ্কিতা
২০১৯ সাল থেকে আরব আমির শাহি সরকার এই নয়া ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থায় সে দেশে অনেকদিন বসবাস করার অনুমতি মেলে। এই ব্যবস্থার ফলে, অনেক বিদেশিরা সেই দেশের পৃষ্ঠপোষক ছাড়াই বসবাস করা, চাকরি করা, পড়াশুনা করা – সব চালাতে পারবে। এমনকি সেই দেশে শতকরা একশো শতাংশ বিনিয়োগ করে ব্যবসাও করতে পারবে। এই ধরনের ভিসা ৫ কিংবা ১০ বছরের হচ্ছে। আবার তা পুনর্নবীকরণ করাও যাচ্ছে।
আরও পড়ুন – আইসিসিরও ভরসা বিসিসিআই !
এই মরু শহরে আর কোন কোন স্পোর্টস সেলিব্রিটি এই ভিসা নিয়েছেন? নামগুলো তাক লাগানো। আছেন ফুটবলার ক্রিস্টিয়ান রোনালদো। আছেন – লুইস ফিগো। আছেন বিশ্ব টেনিসের পয়লা নম্বর পুরুষ তারকা নোভাক জোকোভিচ।
জানা গেছে, মির্জা আর মালিক খুব তাড়াতাড়ি দুবাইয়ে নিজেদের ব্যবসা শুরু করতে চলেছেন। সেই ব্যবসা স্পোর্টস সার্কিটে যুক্ত থাকবে।
ছবি:সৌ-টুইটার।