কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আটটি পর্বে সম্পন্ন হয়েছে। কিন্তু সেই নির্বাচনে করোনার বিধি নিষেধ সঠিকভাবে মানা হয়নি বলে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছে রাজনৈতিক দল থেকে আদালত। রাজ্যের এই বিধানসভা নির্বাচনে কোভিড বিধি মানা নিয়ে কম বিতর্কও হয়নি। রাজনৈতিক দলগুলি তো বটেই, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। কলকাতা হাইকোর্ট এবং মাদ্রাজ হাইকোর্ট এই ব্যাপারে কমিশনকে রীতিমতো তুলোধোনা করে।
আরও পড়ুন: সংবাদমাধ্যমে আয়কর হানা গণতন্ত্রের কণ্ঠরোধ, মোদিকে তোপ মমতার
তাই এবার রাজ্যের ৭টি কেন্দ্রের উপনির্বাচনের ক্ষেত্রে আগে থেকেই বাড়তি সতর্কতা অবলম্বন করছে কমিশন। দিল্লি থেকে এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে নির্দেশ আসার পরেই নড়েচড়ে বসে রাজ্য নির্বাচন কমিশন। সেই নির্দেশ অনুসারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবারে কোভিড বিধি সংক্রান্ত কোনওরকম খামতি আর বরদাস্ত করা হবে না। এই মর্মে জেলাশাসকদের সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার। ইতিমধ্যেই রাজ্যের যে পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা সেখানে ইভিএম-ভিভিপ্যাটের ‘ফার্স্ট লেভেল চেকিং’ অর্থাৎ প্রথম পর্যায়ের পরীক্ষার নির্দেশ জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রগুলি হল, ভবানীপুর, খড়দহ, গোসাবা, শান্তিপুর, জঙ্গিপুর, সামশেরগঞ্জ এবং দিনহাটা। এই কেন্দ্রগুলিতে ‘ফার্স্ট লেভেল চেকিং’ শুরু হয়েছে। তবে মুর্শিদাবাদের যে দুটি কেন্দ্রে প্রার্থীদের মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়ে যায়, সেই দুটি কেন্দ্রে নতুন করে ‘ফার্স্ট লেভেল চেকিং’ করার দরকার নেই বলে জানিয়েছে কমিশন। ওই দুই কেন্দ্রের ভোটের সবরকম প্রস্তুতি আগে থেকেই করা আছে। সাধারণত EVM-ভিভিপ্যাটের ‘ফার্স্ট লেভেল চেকিং’ থেকেই কোনও জায়গার নির্বাচনের ঢাকে কাঠি পড়ে বলে ওয়াকিবহালের মত। ভোট প্রস্তুতির সর্বপ্রথম ধাপ এটি। ফলে ইভিএম ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং শুরু করতে বলে কার্যত ওই ৫টি কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল কমিশন একথা বলাই চলে।
আরও পড়ুন: সংবাদমাধ্যমে আয়কর হানা গণতন্ত্রের কণ্ঠরোধ, মোদিকে তোপ মমতার
আগামী ৩ থেকে ৬ অগস্টের মধ্যে জেলাগুলিকে এই কাজ সেরে ফেলতে বলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। রাজ্য নির্বাচন কমিশনের তরফে এবারে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে কোভিড বিধির ওপর। জেলাশাসকদের বলা হয়েছে, দৈনন্দিন কাজের ফাঁকেই গুরুত্ব দিয়ে উপনির্বাচনের প্রস্তুতির পর্যালোচনা করে তা সম্পন্ন করতে হবে। তবে, কোনওভাবেই কোভিড বিধির সঙ্গে আপস করা যাবে না। যে সমস্ত আধিকারিক ফার্স্ট লেভেল চেকিংয়ের কাজে যুক্ত থাকবেন বা যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন, তাঁদের সবাইকে করোনা বিধি মানতে হবে।
আরও পড়ুন: গঙ্গায় মৃতদেহ ভাসার ছবি প্রকাশ, যোগীরাজ্যে সংবাদমাধ্যমের অফিসে আয়কর হানা
বাংলার বিধানসভা নির্বাচন করতে গিয়ে যেভাবে এবার ‘বদনাম’ এর ভাগিদার হতে হয়েছে কমিশনকে, সেই ঘটনার পুনরাবৃত্তি আর চায় না কমিশন। তাই এবার তারা উপনির্বাচনে সব ফাঁক ফোকর ভরাট করেই আসরে নামতে চলেছে।