চুঁচুড়া: কয়েকবছর আগে বর্ষার শেষ আর প্রাক পুজোর সময়ে বঙ্গজুড়ে চলছিল ডেঙ্গুর আতঙ্ক।করোনা আবহে আবারও বাড়ছে সেই আতঙ্ক। করোনার মধ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। তাই, ডেঙ্গু সচেতনতায় অভিনব প্রচার করছে হুগলি জেলা প্রশাসন। শিশুদের মাধ্যমে প্রচার চালিয়ে সতর্ক করার চেষ্টা করছে প্রশাসন। ডেঙ্গু প্রতিরোধে গঠন করা হয়েছে মনিটরিং সেল। তৈরি করা হয়েছে পোর্টাল। সেখানে সাধারণ মানুষের সাহায্য চাওয়া হয়েছে।
করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউ এখনও নিয়ন্ত্রণে আসেনি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রহর গুনছে রাজ্য। তার মধ্যেই বাড়ছে ডেঙ্গি (Dengue), ম্যালেরিয়ার (Malaria) মতো মশাবাহিত রোগের প্রকোপ। করোনা আবহের মধ্যেই বৃষ্টির হাত ধরে ডেঙ্গির বিপদ চোখ রাঙাচ্ছে। জমা জল ডেঙ্গির মশার আঁতুড়ঘর। কয়েকদিনের বৃষ্টিতে সেই আঁতুড়ঘরের সংখ্যা বাড়ছে বিভিন্ন এলাকায়। তাই, স্থানীয়দের বাড়িতে জল জমিয়ে না রাখা, আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া ইত্যাদি বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই সব পরিবারের সদস্যদের সঙ্গে বাচ্চারা সেলফি তুলবে। পাশাপাশি ডেঙ্গুর হট স্পট এলাকাগুলিতে মনিটরিং টিম বাড়ি বাড়ি গিয়ে সার্ভে চালাচ্ছে। সাধারণের মধ্যে সচেতনতায় রিপোর্ট তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন- বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে উদ্ধার বিপুল অস্ত্র, গ্রেফতার ১
গতবছরের মতো এবারও করোনা আবহে উত্তর ২৪ পরগনায় কিছু ডেঙ্গির কিছু কেস দেখা গিয়েছে। তবে জেলা স্বাস্থ্য দফতর দাবি করছে, ২০১৯-২০-র তুলনায় এ বছরের ছবিটা অনেকটাই স্বস্তির। ২০১৯-এ উত্তর চব্বিশ পরগনায় ভয়ঙ্কর আকার নিয়েছিল ডেঙ্গি। সেবার গোটা জেলায় আক্রান্ত হয়েছিলেন ২০ হাজারের বেশি মানুষ। এবার আর থেকে অবস্থা অনেকটাই ভাল। ডেঙ্গির দাপট এই বছর কিছুটা কমায় একটু স্বস্তিতে উত্তর ২৪ পরগনার বাসিন্দারা।