কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

World Championship: দুর্দান্ত লড়েও সোনা হাতছাড়া, রুপোর পদক শ্রীকান্তের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ০৭:৩০:৫০ এম
  • / ৩২৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

স্পেনের শহরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ হাসিটি আর হাসতে পারলেন না ভারতের কাদম্বি শ্রীকান্ত। পুরুষদের ফাইনালে ওঠার নজির গড়লেও, সিঙ্গাপুরের কিন ইউয়ের কাছে হেরে গেলেন। সিঙ্গাপুর প্রথমবার এই পর্যায়ে পৌঁছে খেতাব জিতে গোটা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে।

আরও পড়ুন: World Championship: সোনা জয়ের বিরল কৃতিত্বের সামনে শ্রীকান্ত

রবিবসরীয় এই ফাইনালে সিঙ্গাপুরের লো কিন ইউয়ের বিরুদ্ধে ১৫-২১, ২০-২২ গেমে হেরে গেলেন কাদম্বি শ্রীকান্ত। এমন পরাজয়ের পরও তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতীয় তারকা হয়ে । যিনি প্রথম ভারতীয় পুরুষ প্লেয়ার হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে কোনও ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন প্লেয়ার সোনা জেতেননি। ১৯৮৩ সালে প্রকাশ পাড়ুকোন এবং ২০১৯ সালে বি সাই প্রণীত ব্রোঞ্জ জিতেছিলেন।

সেমিফাইনালে নিজের দেশের লক্ষ্য সেনকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর পর শ্রীকান্ত সোনা জিতে আনবেন বলে একটা আশার জন্ম হয়েছিল। রবিবার ফাইনালে শ্রীকান্ত যেভাবে শুরু করেছিলেন, তাতে প্রত্যাশার পারদ আরও চড়ে গিয়েছিল। ফাইনালের প্রথম পয়েন্টটি সিঙ্গাপুরের লো জিতলেও পরের তিনটি পয়েন্ট ছিনিয়ে নেন শ্রীকান্ত। একটা সময় ৯-৩ ব্যবধানে এগিয়েও ছিলেন। প্রথম গেমের বিরতির সময় এগিয়ে থাকা শ্রীকান্তের স্কোর ছিল ১১-৭। কিন্তু বিরতির পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালান লো। পরপর পয়েন্ট জিততে থাকেন লো। পাল্টা চাপে পড়ে যান শ্রীকান্ত। মোট ৮ পয়েন্ট যোগ করে ১৫-১১ তে এগিয়ে যান লো। শেষপর্যন্ত আর সেই ব্যবধান কমাতে পারেননি শ্রীকান্ত। ১৫-২১ পয়েন্টের ব্যবধানে প্রথম গেম হাতছাড়া হয় শ্রীকান্তের। ১-০ তে এগিয়ে যান লো।

দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রতিটি পয়েন্টের জন্য জন্য জান বাজি লাগিয়েছিলেন ওঁরা। কেউ – কাউকেই এক ইঞ্চি জমি ছাড়ছিলেন না। তবুও এক পয়েন্টে ( ৩-২, ৫-৪, ৯-৮ ) ব্যবধানে এগিয়ে যাচ্ছিলেন শ্রীকান্ত। তবে ৯-৬ পয়েন্টে যখন তখনই দুটি ভুল করেন তিনি। আর সেটাই হয়ে যায় ম্যাচের টার্নিং পয়েন্ট। আর তাতেই বিরতির সময় এগিয়ে থাকেন লো। ৯-১১ ব্যবধানে পিছিয়ে শ্রীকান্ত দ্বিতীয় গেমের বিরতিতে যান। বিরতির পর দুর্দান্ত কয়েকটি পয়েন্ট পান শ্রীকান্ত। ১৪-১৪ হয়ে যায়। সেই অবস্থায় আবারও পরপর দুই পয়েন্ট ছিনিয়ে নেন শ্রীকান্ত। একটা দুর্দান্ত ক্রস-নেট শট মারেন। সেই লড়াইয়ের রেশ ধরে রেখে ১৮-১৮ ব্যবধানে এগিয়ে চলেন ভারতীয় শ্রীকান্ত। কিন্তু আবারও ম্যাচের লাগাম নিজের হাতে তুলে নেন লো। ২০-১৯ পয়েন্টে এগিয়ে যান।

সেই অবস্থাটিও ম্যাচ পয়েন্ট বাঁচান শ্রীকান্ত। কিন্তু পরের পয়েন্টই জিতে যান লো। আবারও চ্যাম্পিয়নশিপ পয়েন্টে বাঁচানোর লক্ষ্যে থাকলেও একটা ভুল করেন শ্রীকান্ত। শাটল কোর্টের বাইরে যাবে বলে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তা কোর্টের ভিতরেই পড়েছিল । আর তাতেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে নেন লো। দু’মাস আগে এই লোর বিশ্বের রাঙ্কিং ছিল – ৪১। সেই প্লেয়ার বিশ্বের এক নম্বর তারকা কেন্তো মোমোতা, অলিম্পিক্সে সোনাজয়ী ভিক্টর অ্যাক্সেলসেন-সহ প্রথম দশে থাকা ছয় খেলোয়াড়কে হারিয়ে ফাইনালে পৌঁছে ছিলেন তিনি।

এক তারকার জন্ম:

এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জন্ম দিল এক নুতন তারকার। অবাছাই ছিলেন টুর্নামেন্টে। গোটা টুর্নামেন্টে অপরাজিত রয়ে গেলেন। সিঙ্গাপুরকে প্রথমবার সোনার পদক জেতালেন। লো কিন ইউ টুর্নামেন্টের শুরুতে এখনকার বিশ্ব নম্বর ওয়ানকে হারিয়ে দৌড় শুরু করেন। আর ফাইনালে প্রাক্তন বিশ্ব নম্বর ওয়ানকে হারালেন।

ছবি: সৌ টুইটার

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

শিব যোগে আর্থিক শ্রীবৃদ্ধি হবে ৫ রাশির জাতকের
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
জনজোয়ার দেখে স্পষ্ট হুগলির রায় কী হবে, রচনার প্রচারের মন্তব্য দেবের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
রবিবার জয়েন্ট, চলবে ১২টি স্পেশাল ট্রেন, থাকছে বাড়তি মেট্রোও
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সিপিএম প্রার্থীকে জান দিয়ে জেতান, আর্জি অধীরের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
ভ্যাপসা গরমে ‘হিট ফিভার’, জেনে নিন বাচ্চাদের সুস্থ রাখবেন কিভাবে
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
থানা ঘেরাও করে বিক্ষোভ চা বাগানের শ্রমিকদের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
জামালপুরের সভা থেকে তিনগুন উন্নয়নের প্রতিশ্রুতি অভিষেকের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, প্রস্তুতি চূড়ান্ত
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
রাম-সীতার বেশে ভাইরাল রণবীর-সাই, দেখুন
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
হাসনাবাদের বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
ময়নার প্রাক্তন ওসিকে তুলোধনা অভিজিতের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
বাম ছাত্র যুবদের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
জল কষ্টে শুকিয়ে যাচ্ছে জঙ্গলমহলের হাসি!
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
দ্বিতীয় দফাতে কমল ভোটের হার! দেখুন রিপোর্ট
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল আলিপুর
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team