কালনা : আধার কার্ড চক্রের পর্দাফাঁস। আধার কার্ড সংশোধন ও নতুন কার্ড তৈরি করতে ৬০০ টাকা নেওয়ার অভিযোগ। বার্থ সার্টিফিকেটের জন্য লাগছে ৩ হাজার টাকা। ইতিমধ্যেই অভিযুক্ত খোকন শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
কালনার কাসাড়ি পাড়ায় একটি বাড়িতে কয়েক মাস ধরে আধার কার্ড সংশোধন ও নতুন আধার কার্ড তৈরি করছিলেন এক ব্যক্তি । রীতিমতো অফিস খুলে বসেছিলেন। অভিযোগ ওই অফিসে বানানো হত আধার কার্ড ও বার্থ সার্টিফিকেট। আধার বানাতে লাগত ৫০০ থেকে ৬০০ টাকা।
আরও পড়ুন- সেক্টর ফাইভ ভুয়ো কল সেন্টার কাণ্ডে গ্রেফতার মূল পান্ডা
এছাড়াও অভিযোগ, জন্ম সার্টিফিকেট করতে লাগছিল সাড়ে তিন হাজার টাকা। দীর্ঘদিন ধরেই চলছিল ব্যবসা। এই কথা লোক জানাজানি হতেই মঙ্গলবার বেশ কিছু যুবক এসে তাকে জিজ্ঞেস করে সরকারি রেট কত? সেই কথা বলতে পারেন না অভিযুক্ত খোকন শেখ।
অভিযুক্তের অফিস
আরও পড়ুন- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, বিবাহিত মহিলাকে অ্যাসিড ছুড়ল যুবক
সরকার মূল্যনির্ধারণ করেছে আধার কার্ডে ৫০ টাকা আর জন্ম সার্টিফিকেট ৩০০ টাকা। এরপরেও এমন ঘটনায় খবর দেওয়া হয় আল্লাহ থানায়। ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ । আটক করে নিয়ে যাওয়া হয় খোকন শেখকে। বাজেয়াপ্ত করা হয় তাঁর কাছে থাকা সমস্ত নথি।