পরিচারিকা আয়া ও দারোয়ানদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত কলকাতা পুরসভার। এদেরকে সুপার স্প্রেডার গ্রুপে অন্তর্ভুক্তির মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করার লক্ষ্যে শীঘ্রই রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে শনিবার জানান কলকাতা পৌরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
পাশাপাশি শহর কলকাতা জুড়ে যে সব বিপজ্জনক ও পরিত্যক্ত বাড়িগুলি রয়েছে, যেখানে কোন মানুষজন বসবাস করেন না অথচ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা নেই, সেই সব বাড়িগুলিকে ভেঙে ফেলার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নির্দিষ্ট আইনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ফিরহাদ হাকিম। এরজন্য দ্রুত কলকাতা পৌরসভার পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে নির্দিষ্ট আইন তৈরির লক্ষ্যে আবেদন পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে কলকাতা পুরসভা।