Placeholder canvas
কলকাতা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
Aajke | কোন পথে শিক্ষকদের এই যোগ্য-অযোগ্য সমস্যার সমাধান সম্ভব?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  কৃশানু ঘোষ
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ০৪:৪৫:৩২ পিএম
  • / ১০ বার খবরটি পড়া হয়েছে
  • কৃশানু ঘোষ

এ বাংলায় আন্দোলনের একটা মডেল তৈরি হয়ে গেল, একটা ইস্যু নিয়ে আন্দোলন শুরু হবে, জায়জ ইস্যু নিয়েই, সেখানে সরকারের দায় আছে গাফিলতি আছে, তেমন ইস্যু নিয়েই। সেটা নারী ধর্ষণ হতে পারে, শিক্ষায় দুর্নীতি হতে পারে, চাকরি বিক্রি হতে পারে, সরকারি হাসপাতালে গাফিলতির জন্য শিশুমৃত্যু হতে পারে, উন্মত্ত সাম্প্রদায়িক দাঙ্গায় মৃত্যু বা নির্দিষ্ট কোনও জনগোষ্ঠীর পলায়ন হতে পারে। এসবই তো আন্দোলনের ইস্যু, মানুষ এ নিয়ে আন্দোলন করবে না? একশোবার করবে। বিরোধী রাজনৈতিক দল বা সংসদীয় গণতন্ত্রে এতটুকু আস্থা না থাকা কিন্তু জেলে পুরলেই, পুলিশ ঠ্যাঙালেই মানবাধিকারের কথা, সংবিধানের কথা, সরকারের পদত্যাগের কথা বলা বিপ্লবীরাও কি আন্দোলন করবে না। একশোবার করবে, কারণ আমরা তো এক প্রজাতন্ত্রে আছি, সেখানে নির্বাচিত হলেও সরকার তো মাথা কিনে নেয়নি, কাজেই সরকারের বিভিন্ন কাজে ক্ষোভ বিক্ষোভ থাকবে, আন্দোলনও হবে। কিন্তু সমস্যা হল প্রতিটা আন্দোলনের দাবি যদি এক হয়ে যায়, তাহলে ভারি সমস্যা। ধরুন তাঁর নিজের কাজের জায়গাতেই একজন ডাক্তার ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন, আন্দোলন হবে, কিন্তু তার দাবি তো হওয়া উচিত সেই খুনিকে ধরা, শাস্তি দেওয়া, সেই গাফিলতির তদন্ত চাওয়া, আর যারা জড়িত তাদের সামনে আনা। কিন্তু আমরা কী দেখেছি? দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা স্লোগান। দু’ নম্বর হল আন্দোলন তো সরকারের বিরুদ্ধে, তো সরকার কথা না বললে যাতে তারা টেবিলে বসতে বাধ্য হয় তার জন্য তাঁদের ঘেরাও করা হত। এখন আলাদা ফরমুলা, ঘেরাও চলবে, কথাও চলবে। যুদ্ধও চলবে, শান্তি আলোচনাও চলবে, খানিকটা পুতিন বা রাসপুতিন সাহেবের মতন আর কী। তিন নম্বর হল, একই নেতারা এসে হাজির হবেন, তাঁরা প্রত্যেক আন্দোলনের মাথায় থাকবেন। আচ্ছা তাঁরা এই সরকারের কোনও বিকল্প সরকারের কথা ভেবেছেন? ভেবে উঠতে পারেন? ভাবাটা সম্ভব? না সম্ভব নয়, কারণ এনারা ফ্রিল্যান্স বিপ্লবী, এনারা কেবল পদত্যাগ চেয়েই যাবেন, তাঁদের কাছে এমন কোনও সুনির্দিষ্ট দাবি নেই যা পূরণ করলে সেই সমস্যার সমাধান হবে বা হতে পারে। ওনারা চান আন্দোলন চলুক, অনির্দিষ্টকালীন আন্দোলন, দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেটাই বিষয় আজকে।

তো সেই আন্দোলন বা সিরিজ অফ আন্দোলনের আরও কিছু মিল আপনারা দেখতে পাবেন। এনারা ঘেরাও করবেন, করার পরেই বলবেন টয়লেট নেই কেন? জল নেই কেন? মাথার উপরে ত্রিপল নেই কেন? খবরের কাগজে বিবৃতি দেবেন, এই শীতের রাতে, এই বর্ষার রাতে, এই অসহ্য গরমের দুপুরে আন্দোলনকারীরা বসে আছে, সরকারের চোখেও পড়ছে না? কী কাণ্ড। ভাবুন ৫৯ সালের খাদ্য আন্দোলনের সময়ে কমিউনিস্ট নেতারা মুখ্যমন্ত্রী বিধান রায়কে বলছেন আন্দোলনকারীদের জন্য টয়লেট নেই? ভাবুন, ২১ জুলাই ১৯৯৩ কংগ্রেস দল জ্যোতিবাবুকে বলছেন বায়ো টয়লেট চাই।

আরও পড়ুন: Aajke | মুর্শিদাবাদের দাঙ্গা লাগাতে ওড়িশা, ঝাড়খণ্ডে বসে প্ল্যানিং?

কিন্তু সত্যিই কি থাকাটা উচিত নয়। অবশ্যই থাকা উচিত। এবারে রাজ্য সরকার আমাদের মানে পাবলিকের ট্যাক্সের পয়সাতে একটা আন্দোলনের জায়গা করে দিন, হাজার ৫০ লোকজন বসতে পারবেন, তাঁদের জন্য স্বল্পমূল্যের খাবারের দোকান, বায়ো টয়লেট থাকুক, ফ্যান থাকুক, পরে এসির ডিমান্ড আসলে দেখা যাবে। আর এই নতুন মডেল অফ প্রোটেস্টের একটা অভিনব রোজগারের দিকও আছে, সেটা হল আন্দোলন শুরু হওয়ার দু’ তিন দিনের মধ্যেই একটা কিউআর কোড, আন্দোলনের ছবি এবং পাশে দাঁড়ান, দিন বদলান টাইপের স্লোগান। সেই সব প্রৌঢ় বৃদ্ধ যাঁরা যৌবনে সমাজ বদলাতে চেয়েছিলেন, এখন আমেরিকা ফেরত বা রিটায়ার্ড আইএএস অফিসার জহর সরকারের মতন বা ৬০ হাজার অপারেশন ফিজ লেনেওয়ালা বিপ্লবী ডাক্তারের সংখ্যা তো কম নয়। হিসেব বলছে আন্দোলন মাস দুই তিন টানতে পারলে সমস্ত খরচ খরচা বাদে পকেটে দেড় দু’ কোটি টাকা তো থাকবেই, প্লাস উপরি পাওনা, সেরা বাঙালি, সেরা বুদ্ধিজীবী, সেরা ইভেন্ট ম্যানেজার ইত্যাদিও পাওয়া যাবে। হ্যাঁ, এটাই এখন নতুন আন্দোলনের মডেল। সরকারের দোষ ছিল বইকী, নিশ্চিত দুর্নীতি ছিল, না হলে শিক্ষক নিয়োগে এত অস্বচ্ছতা কেন? সেসবের তদন্ত কেবল চলছে নয়, অনেকেই জেলে, এবারে সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময়ে মন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন, আলোচনা করছেন, বার বার আবেদন করছেন কোথাও র‍্যাম্পান্ট লাঠিগুলি চালানো হচ্ছে না, শিক্ষকদের বলা হচ্ছে আপনারা স্কুলে যান, ছাত্রদের পড়ান, যেমন বলা হয়েছিল আপনারা হাসপাতালে যান, চিকিৎসা করুন। ওঁরা যাননি, না গিয়েই মাইনে তুলেছিলেন, এঁরাও যাচ্ছেন না, জানেন মাইনে ঠিক ঢুকে যাবে না হলে মদ খেয়ে বাইক অ্যাকসিডেন্ট করা সাংবাদিক তো আছেই। এই সমস্যার দুটো গতি আছে, ১) আলাপ আলোচনার মাধ্যমে যতটা সম্ভব সমস্যার সমাধান করা। সেটা করতে হলে সরকারকে কাজ করতে দিতে হবে। আবার সরকারকেও স্বচ্ছতা বজায় রাখতে হবে, যথেষ্ট ঘেঁটেছেন আর ঘাঁটবেন না। একেবারে যোগ্য প্রার্থীদের আগে বাছুন, তাঁদের চাকরি যাতে ছেদ না পড়ে দেখুন। মধ্যিখানে যে গ্রে এরিয়া আছে, মানে অযোগ্যও হতে পারে আবার যোগ্যও হতে পারে সেই তালিকাকে ঝাড়াই বাছাই করুন। সিদ্ধান্তে আসুন। আর অযোগ্যদের বিসর্জন দিন, সরকার বিসর্জন দেওয়ার চেয়েও সেটা ঢের ভালো। কিন্তু আর একটা গতিও আমি মানসচক্ষে দেখতে পাচ্ছি, পুরো মামলাটা অকারণে কেবল ঝুলে থাকবে না তা সরকারের হাত থেকে, অন্দোলনকারীদেরও হাত থেকে বেরিয়ে যাবে। সরকারের বদল হলেও চাকরি কিন্তু ফিরবে না, মাথায় রাখুন ত্রিপুরাতে বিজেপি বলেছিল তাদের সরকার আসলে চাকরি ফিরবে, ফেরেনি। কাজেই সেটা একটা ব্লাইন্ড লেন, এটা মাথায় রেখে আন্দোলন করুন, ইতিমধ্যে সুলভ শৌচালয় আর সুলভ মূল্যের খাবার দুইয়ের বন্দোবস্ত হোক আর কিউআর কোড তো আছেই, মাস দু’ আড়াই পরে দেড় দু’ কোটি টাকা, মেক ইন ইন্ডিয়ার নতুন স্টার্ট আপ। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, মুখ্যমন্ত্রী নিজে ডেকে কথা বললেন, শিক্ষামন্ত্রী বারবার বৈঠকে বসছেন, আলোচনার পথ বন্ধ হয়নি, কিন্তু আন্দোলনকারীরা আরজি কর স্টাইলে অবরোধ অবস্থান চালিয়ে যাচ্ছেন, এতে কি সমস্যার সমাধান হবে? শুনুন মানুষজন কী বলেছেন।

যে কথা দিয়ে শুরু করেছিলাম। রাজ্যের বিরোধী দল কেবল নির্বাচনের সময়ে সরকারের বিরুদ্ধে কথা বলবে, বা নতুন সরকার চাইবে, এমন তো নয়, সারা বছর, পাঁচ বছরই চাইবে, কিন্তু এক অরাজনৈতিক আন্দোলন, যেখানে কখনও অভিজিৎ গাঙ্গুলি গো-ব্যাক, কখনও মীনাক্ষী মুখার্জি গো ব্যাক বলা তথাকথিত অরাজনৈতিক আন্দোলনের নেতাদেরও যদি সেই একটাই দাবি হয়, ওই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাহলে বুঝতে হবে এটা এক ধরনের আন্দোলন আন্দোলন খেলা, আন্দোলনের মধ্য দিয়ে কিছু অর্জন করার উপায় হল রাস্তা, আলোচনা, সমাধান না হলে আবার রাস্তা, আবার আলোচনা। আর যদি মনে হয় সব রাস্তাই বন্ধ তাহলে রাজনৈতিক দল হিসেবেই সামনে আসুন, মুখোশ পরে ধ্যাষ্টামো করবেন না, মুখোশের আড়ালে কী আছে, কারা আছে, মানুষ সেটা আজ না হয় কাল বুঝে ফেলবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

পহেলগাঁও কাণ্ডে কড়া জবাব ভারতের
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
পহেলগাঁও হামলা: পর্যটকদের সাহায্যের আবেদন ভারত সরকারের
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
পহেলগাঁও হামলার ঘটনায় সাংবাদিক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
মিড মিল খেয়ে তামিলনাড়ুর সরকারি স্কুলে বিষক্রিয়া, অসুস্থ ১৫, হাসপাতালে ৫
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় কী বললেন মুখ্যমন্ত্রী?
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
পহেলগাঁও হামলায় নিহত ৩ বাঙালির মরদেহ ফিরল কফিনবন্দি হয়ে
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
যোগ্যদের তালিকা চূড়ান্ত করল এসএসসি, পাঠাল জেলায় জেলায়
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
পহেলগাঁও… জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থার কী অবস্থা? যা জানালেন পুলিশকর্তা
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
জখম পর্যটককে পিঠে চাপিয়ে ছুটছেন কাশ্মীরি যুবক, ভিডিও ভাইরাল
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ফের তীব্র ভূমিকম্প, রাস্তায় নেমে এলেন শহরবাসী, আতঙ্কে ব্যালকনি থেকে ঝাঁপ
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকারা
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় বিস্ফোরক রাজনাথ
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
পহেলগাঁও জঙ্গি হামলায় এবার প্রধানমন্ত্রীর দফতরে বসতে চলেছে বিশেষ বৈঠক
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
পাকিস্তানকে জঙ্গি দেশের তকমা দেওয়া হোক: কপিল সিবাল
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
মন্ত্রিত্ব ছাড়ুন, না হলে জামিন বাতিল, হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team