প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক সচ্ছলতা৷ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য কেমন কেমন হবে ২০২২? দেখে নিন-
২০২২-র হাত ধরে খুবই ভাল সময় আসতে চলেছে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে। এ বছর আর পাঁচটা বছরের মতো নয়, স্বপ্নপূরণের এমন সুযোগ সহজে মেলে না। তাই চূড়ান্ত কর্মব্যস্ততা যেমন থাকবে, তেমনি থাকবে সাফল্যের সুখ। প্রত্যেক মাসে নতুন নতুন লক্ষ্যে নির্ধারণ করবেন আপনি। সেই লক্ষ্যেগুলিকে ছুঁতে পাওয়ার তাগিদেই ছুটে চলবেন আপনি। এরকমটা হয়তো আগে হয়নি। তবে এ বার হবে। আরও অক্লান্ত পরিশ্রমের ফলে সাফল্য আসবে সব কাজেই। এর আগে যা যা শিখেছেন সেই সব কাজে লাগানোর এক সুবর্ণসুযোগ এনে দেবে এই নতুন বছর।
এ বছর আপনার। সাফল্য অর্জন থেকে শত্রুদের পরাস্ত করা সব কিছুই সম্ভব। কর্মক্ষেত্রে শত্রুদের মুখে ছাই ফেলে ও প্রতিযোগীদের পিছনে ফেলে এগিয়ে যাওয়ার শেষ হাসিটা হাসবেন আপনিই। আপনার একাগ্রতা, কর্মদক্ষতা মুগ্ধ করবে নিন্দুকদের। তবে কঠোর পরিশ্রমের যেন কোনও খামতি না থাকে।
সময় শুভ ঠিকই, তবে মিথুন রাশির স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়ে চিন্তা থাকবে। প্রস্তুতি মনের মতো হবে না। তবে নাছোড় মনোভাব থাকলে সাফল্য আসবে ঠিকই। খামতির জায়গায়গুলো শুধরে নেওয়ার সুযোগ থাকবে। স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্রছাত্রীদের কাছে এই সময়টা ভীষণ শুভ। সাফল্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে তা বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। পরিশ্রমের কোনও বিকল্প নেই তাই লক্ষ্যের দিকে চোখ রেখে পরিশ্রম করে যেতে হবে।
সব কিছু ভাল থাকলেও স্বাস্থ্য নিয়ে মিথুন রাশির জাতক-জাতিকাদের সচেতন থাকতে হবে। খাওয়া দাওয়া ও শরীরচর্চা দুটি বিষয়ে বাড়তি নজর দিতে হবে। বিশেষ করে বাইশের জুন, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বরে ওজন বাড়া নিয়ে সমস্যায় পড়বেন। কীভাবে ওজন নিয়ন্ত্রণে রাখবেন বা কমাবেন এই নিয়ে চিন্তায় থাকবেন। তবে কোনও সুরাহা হচ্ছে না বলে কষ্টও পেতে পারেন। এ ছাড়াও অন্যান্য শারীরিক সমস্যাও হতে পারে তবে স্বস্তির কথা বাড়াবাড়ি হবে না এ বছর।
জীবনে সাফল্য এলে আর্থিক অবস্থার উন্নতি হবেই। বিশেষ করে বছরের শুরুতে ও বছরের মাঝামাধি আয় বৃদ্ধির যোগ রয়েছে। আয় বাড়লে সম্পত্তি কেনার দিকে ঝুঁকবেন অনেকেই। তবে এ ক্ষেত্রে প্রাথমিক একটা সমস্যার সৃষ্টি হবে। প্রথম দিকে অর্থজোগানের ক্ষেত্রে দেরি হতে পারে বা বেগ পেতে পারেন। তবে এটা সাময়িক।
পছন্দের মানুষকে মনের মানুষের রূপে দেখার তাগিদ অনুভব করবেন। বন্ধুবান্ধব কিংবা আত্মীয়স্বজনের ভিড়ে চোখ অনবরত খুঁজে চলবে মনের মানুষ। মন চঞ্চল হবে, তবে চিন্তার কিছু নেই। সময় যখন শুভ তখন আপনার এই ইচ্ছেও পূর্ণ হবে বছরের দ্বিতীয়ার্ধে। তবে অবাক করা যেটা হবে সেটা বল নিজের অজান্তেই বিশেষ এক জনের খুব কাছাকাছি চলে আসবেন। সাড়াও পাবেন অন্য তরফ থেকেও। সম্পর্ক দৃঢ় হবে, এমনকি সাড়া জীবন পাশাপাশি থাকার অঙ্গীকারও নিয়ে ফেলতে পারেন দুজনে। বিবাহযোগ রয়েছে।