বীরভূম: আবারও মানুষের হাতে আক্রান্ত অবলা প্রাণি। বীরভূমের ষাটপলসায় শুক্রবার কাটারি দিয়ে মারা হল একটি কুকুরকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিউড়ির স্বেচ্ছাসেবী সংগঠন হ্যান্ডস অফ লাভ। কুকুরটিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় সিউড়ি পশু হাসপাতালে। ঘটনায় ক্ষুব্ধ পশুপ্রেমী সংগঠনগুলি।
এদিন সকালে পথচলতি কয়েকজন জখম কুকুরটিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই পশুপ্রেমী সংগঠনকে খবর দেন। হ্যান্ডস অফ লাভ নামে সংগঠনের সদস্যরা সিউড়ি পশু হাসপাতালে নিয়ে যান। সেখানে পুরুষ কুকুরটির অস্ত্রোপচার হয়। ওই সদস্যরা জানান, কুকুরটির পরিচর্চার দায়িত্ব তাঁরা নিচ্ছেন।