হলদিয়া: মঙ্গলবার হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)-এর কারখানায় আগুন লেগে তিন জন মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কমপক্ষে ৩০ জন অগ্নিদগ্ধ। এর মধ্যে ৭-৮ জনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিদগ্ধদের আইওসি ও বন্দরেরর সিপিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, হলদিয়ার আইওসিতে এদিন শাট ডাউনের কাজ চলছিল। সেসময় বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। আইওসি-র এক আধিকারিক জানান, রিফাইনারির ডিএইচডিএস ব্লকে মোটর স্পিরিট অর্থাৎ পেট্রল তৈরির ইউনিটে একটি কলামে ওয়েল্ডিং চলছিল। বেলা আড়াইটে নাগাদ আচমকা সেখানে আগুন লেগে যায়।
আরও পড়ুন: BJP leader arrest: খড়্গপুরে দলীয় নেত্রীকে ‘কুপ্রস্তাব’, গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি
পেট্রলের মতো দাহ্য পদার্থের কারণে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। তীব্র শিখায় জ্বলতে থাকে। সেখানে কর্মরত শ্রমিকরা সকলে বেরিয়েও আসতে পারেননি। ৩০ জনেরও বেশি শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। উপর থেকে পড়ে গিয়ে আরও কয়েক জন গুরুতর জখম হয়েছেন। এঁদের মধ্যে সাত-আট জনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিদগ্ধদের মধ্যে আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা যাচ্ছে।
সূত্রের খবর, গুরুতর জখম কয়েক জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।