কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ চেয়ে শীর্ষ আদালতে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল৷ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্নাকে চিঠি দিয়ে বার কাউন্সিলের সদস্যরা বলেছেন, নন্দীগ্রাম, নারদ মামলার মতো একাধিক মামলার ক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে৷ রাজ্য সরকারের মামলাগুলির ক্ষেত্রে তা বেশি স্পষ্ট৷ প্রধান বিচারপতির সঙ্গেই কলকাতা হাইকোর্টের অন্যান্য বিচারপতির পদে রদবদল আনার কথা জানানো হয়েছে এই চিঠিতে৷
আরও পড়ুনহাইকোর্টে বিক্ষোভ আইনজীবীদের
চিঠিতে নারদ ও নন্দীগ্রামের মতো একাধিক গুরুত্বপূর্ণ মামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে সমস্ত মামলায় রাজ্য সরকারের ভূমিকা রয়েছে সেখানে হাইকোর্টের প্রধান বিচারপতির ভূমিকা সন্তোষজনক নয়৷ সুপ্রিমকোর্টে নারদ মামলার শুনানি চলাকালীন হাইকোর্টকে ভর্ৎসনা করে এই মামলায় নতুন নির্দেশ দেয় শীর্ষ আদালতের বিচারপতি। সেই প্রসঙ্গও উল্লেখ করা হয় চিঠিতে৷ বার কাউন্সিল চিঠিতে প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, নারদ মামলায় সিবিআই আদালতে রাজ্যের ৪ হেভিওয়েট নেতার জামিন মঞ্জুর হয়ে যাওয়ার পরেও হাইকোর্টে সেই জামিনের বিরোধিতা হয়৷
আরও পড়ুন নন্দীগ্রাম মামলা নিয়ে হাইকোর্টে বিক্ষোভ আইনজীবীদের
মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হলফনামা গ্রহণ করতে নারাজ ছিলেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচরপতি রাজেশ বিন্দল৷ বিষয়গুলি পর্যালোচনা করেই সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দেয় ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল৷ হাইকোর্টের প্রধান বিচারপতির পাশাপাশি আরও বেশ কয়েকজন বিচারপতির নাম রয়েছে এই তালিকায়৷ বার কাউন্সিলের বক্তব্য এঁদের কারও এজলাসেই মামলার নিরপেক্ষতা বজায় থাকছে না৷ উপযুক্ত বিচারের আশায় এঁদের অপসারণ করা হোক৷