কালনা: নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে আলুর জমিতে জল দাঁড়িয়ে গিয়েছিল। জল শুকোতেই বিঘার পর বিঘা আলু চাষ নষ্ট হয়ে যায়। আর তার জেরে আত্মঘাতী হলেন এক কৃষক। চাষির পরিবারের দাবি, ঋণের দায়ে আত্মঘাতী হয়েছেন তিনি। মৃত ব্যক্তির নাম মানিক সেখ। বাড়ি কালনা থানার অন্তর্গত বিরুহা এলাকায়।
শুক্রবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশে থাকা গোয়ালঘরের ভিতর থেকে। মৃতের পরিবারের লোকজনের দাবি, মহাজনী ঋণ এবং গোল্ড ঋণ নিয়ে নিজের পাঁচ বিঘা জমি ও ঠিকা নিয়ে প্রায় ১২ থেকে ১৩ বিঘা জমিতে আলুচাষ করেছিলেন। নিম্নচাপের জেরে আলুর জমিতে জল দাঁড়িয়ে সমস্ত গাছ নষ্ট হয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, মানিকের ঋণের মোট পরিমাণ ছিল প্রায় সাড়ে ৪ থেকে ৫ লক্ষ টাকা। সোনা বন্ধক রেখে তিনি বাজার থেকে টাকা ধার নিয়েছিলেন। আলু নষ্ট হয়ে যাওয়ার ফলে ওই পরিমাণ টাকা কী করে শোধ করবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। এরপরই মানসিক চাপের মধ্যে পড়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই চাষি। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন : ভাতারে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর প্রেমিক