কলকাতা: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল (Jagdeep Dhankhar) সংঘাত চলছিলই। সপ্তাহখানেক যাবৎ রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করে একাধিক টুইট করছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar attacks State)। এ বার বিএসএফের এলাকা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে চিঠিও দেন ধনখড়।
আন্তর্জাতিক সীমান্ত থেকে কোনও রাজ্যের অভ্যন্তরে ৫০ কিমি পর্যন্ত নজরদারি চালানোর অনুমতি পেয়েছে বিএসএফ। কেন্দ্রের তরফে সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনীকে এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। প্রসঙ্গটি নিয়ে প্রথম থেকেই সরব তৃণমূল-সহ বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিক সভায় বিএসএফের কার্যকলাপের কড়া সমালোচনা করেছেন। দিন দুয়েক আগে উত্তর দিনাজপুরের প্রশাসনিক সভা থেকে বিএসএফ নিয়ে পুলিশকে সতর্ক করেন মমতা।
প্রশাসনিক সভায় মমতার বক্তব্যের একটি অংশ তুলে ধরে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যপাল। ধনখড় টুইটে লিখেছেন, ‘বিএসএফের ক্ষমতাবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান পুনর্বিবেচনা করার আবেদন জানাচ্ছি। মুখ্যমন্ত্রী অবস্থান কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই অবস্থান যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং জাতীয় নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক।’
আরও পড়ুন: Jagdeep Dhankar: রাজ্য-রাজ্যপাল ফের সংঘাত, কমিশনকে কড়া চিঠি ধনখড়ের
https://twitter.com/jdhankhar1/status/1468886876094283777?s=20
আরেকটি টুইটে রাজ্যপাল লেখেন, ‘রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং বিএসএফের মধ্যে দ্বন্দ্ব নয়, বরং বন্ধুত্ব তৈরি করতে হবে। পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এই সংস্থাগুলির মধ্যে লড়াই একেবারেই কাম্য নয়। রাজ্য এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় ও সহযোগিতার প্রয়োজন, যাতে তাল মিলিয়ে কাজ করা যায়। মমতাকে দেওয়া চিঠিতে রাজ্যের নিরাপত্তার স্বার্থে মুখ্যমন্ত্রীকে তাঁর অবস্থান পুনর্বিবেচনা করার আহ্বান জানান ধনখড়।
মঙ্গলবার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মমতা বলেন, ‘কয়েকটি জেলা, বিশেষত মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর – প্রচুর বিএসএফ… ওরা করে কী, ওদের ১৫ কিলোমিটার আসার কথা, সেটাও পুলিশকে জানিয়ে। কিন্তু পুলিশকে না জানিয়ে যেখানে-সেখানে ঢুকে যায়।…প্রয়োজনে ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে এক্তিয়ার বুঝিয়ে দেওয়া উচিত।’
আরও পড়ুন: Gen Bipin Rawat: দেশের জন্য এত কিছু দিয়েছেন, শেষ মুহূর্তে জলটুকুও পেলেন না…