দক্ষিণী পরিচালক এন রাঘবনের ‘মাই ডিয়ার বুথাম’- এ কাজ করছেন প্রভুদেবা। ছবিতে জিনির চরিত্রে দেখা যাবে ড্যান্স মাস্টারকে। সদ্যই নিজের আপকামিং ছবি নিয়ে কথা বলছিলেন প্রভুদেবা। কথা প্রসঙ্গে উঠে এল ছবির কাহানি এবং অন্যান্য বিষয়বস্তু।
‘মাই ডিয়ার বুথাম’ আসলে ছোটদের ছবি। ছবিতে জিনির চরিত্রে কাজ করতে পেরে যারপরনাই খুশি প্রভুদেবা। চিত্রনাট্য পড়ার পরই ‘মাই ডিয়ার বুথাম’ নিয়ে আগ্রহী হয়ে ওঠেন দক্ষিণী অভিনেতা। কাজ করেও দারুণ মজা পেয়েছেন তিনি। ছোটদের ছবি এবং ছবির মাধ্যমে পৌঁছে দেওয়া বার্তা দুই মনে ধরেছে প্রভুদেবার।
‘মাই ডিয়ার বুথাম’ সম্পর্কে ছবির পরিচালক বলছেন, এমন একটা ছবিতে প্রভুদেবার মতো অভিনেতাকে পাওয়া এক অন্য রকম অভিজ্ঞতা।‘মাই ডিয়ার বুথাম’ আসলে শুধু ছোটদের ছবিই নয়, হাসির ছবিও বটে। পর্দায় কমিক টাইমিং এবং সেন্স অফ হিউমারের জন্য প্রভুদেবা এমনিতেই বিখ্যাত। ‘মাই ডিয়ার বুথাম’-এ নিজের সর্বস্ব দিয়ে অভিনয় করেছেন তিনি। ছবি মুক্তি পেলে প্রভুদেবা অভিনীত চরিত্রটির কথা যে লোকের মুখে মুখে ফিরবে তা নিয়ে আশাবাদী ছবির পরিচালক! ইমোশন, কমেডি সব মিলিয়ে ‘মাই ডিয়ার বুথাম’ সপরিবারে দেখার মতো ছবি বলেই মনে করছেন পরিচালক।
ছবির শ্যুটিং শেষ হয়ে গেছে। আপাতত চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। ২০২২-এর দ্বিতীয় ভাগে মুক্তি পেতে পারে ‘মাই ডিয়ার বুথাম’। ছবিতে প্রভুদেবা ছাড়াও কাজ করেছে একঝাঁক শিশুশিল্পী। তবে দক্ষিণী স্টার প্রভুদেবা ছাড়াও ছবিতে আরও এক বিখ্যাত অভিনেতা রয়েছেন, তিনি কে? তা নিয়ে এখনও ধোঁয়াশাই রাখছে টিম ‘মাই ডিয়ার বুথাম’।