কলকাতা ও নয়াদিল্লি : চপার দুর্ঘটনার (Army Helicopter Crashes) খবর পাওয়ার পরেই তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।অন্য দিকে, জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং সংসদে বিবৃতি দেবেন ।
এ দিকে সরকারি ভাবে সেনাপ্রধানের মৃ্ত্যুর খবর নিশ্চিত না করলেও লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পানাগ টুইট করে শোকপ্রকাশ করেছেন৷ তিনি সেনাপ্রধান বিপিন রাওয়াতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন৷ তাই, বিপিন রাওয়াতের প্রতি শোকপ্রকাশ করেছেন৷
https://twitter.com/rwac48/status/1468511205538996228?t=OQhbhJPqjSgAz3FMR2eF9Q&s=08
Extremely tragic news coming in from Coonoor.
Today, the entire nation prays for the safety of those who were onboard including CDS Bipin Rawat and his family members. Also praying for the speedy recovery of everyone who was injured.
— Mamata Banerjee (@MamataOfficial) December 8, 2021
প্রত্যক্ষদর্শীদের দাবি, সেনা কপ্টার দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। সেনা সূত্রে খবর, এই কপ্টারে ১৪ জন ছিলেন৷ তবে, তাঁদের মধ্যে কত জনের মৃত্যু হয়েছে তা সরকারি ভাবে এখনও কিছুই জানানো হয়নি৷ জানা যাচ্ছে, গুরুতর জখম অবস্থায় সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত (Bipin Rawat) । তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত নিহত হয়েছেন। যদিও লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পানাগ টুইট করে বিপিন রাওয়াতের আত্মার প্রতি শোকপ্রকাশ করেছেন৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা ঘটনার প্রতিমুহূর্তের আপডেট নিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব শোকপ্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশাসনিক বৈঠক বাতিল করেছেন।তিনি শোকপ্রকাশ করেছেন। শোকপ্রকাশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করেছেন। তিনি লিখেছেন, আশা করি, সুরক্ষিত রয়েছেন বিপিন রাওয়াত৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করি৷
Hoping for the safety of CDS General Bipin Rawat, his wife and others onboard the chopper.
Prayers for speedy recovery.
— Rahul Gandhi (@RahulGandhi) December 8, 2021
বুধবার দুপুরে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুর এলাকার ঘন জঙ্গলে ভেঙে পড়ে বায়ুসেনার একটি কপ্টার৷ ভেঙে পড়ার সময় বিপিন রাওয়াতের সঙ্গেই ছিলেন তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত৷ওই দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন বলে খবর৷ তবে অসমর্থিত সূত্রে খবর, বিপিন রাওয়াত বেঁচে আছেন৷ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷ ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ তবে তার আগে সংসদে তিনি দুর্ঘটনা ঘটনা নিয়ে বিবৃতি দেবেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন৷
ভয়াবহ দুর্ঘটনার পরই বায়ুসেনার তরফে কপ্টারের যাত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে৷ মোট ৯ জনের নাম তাতে রয়েছে৷ বিপিন এবং মধুলিকা রাওয়াত ছাড়াও ওই কপ্টারে ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিড্ডার, লেফটেনেন্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দর কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, হাবিলদার সতপল৷ আরোহীদের নিয়ে কপ্টারটি তামিলনাড়ুর কোয়েম্বাটুর এবং সুলুরের মাঝামাঝি কুনুর এলাকায় ভেঙে পড়ে৷ সুলুর থেকে উড়ে চপারটি ওয়েলিংটন সেনাঘাঁটির দিকে যাচ্ছিল৷ মাঝ আকাশে নীলগিরি পাহাড়ের মাঝে ঘন জঙ্গলের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে চপারটি৷ ভেঙে পড়ার সময়ই তাতে আগুন ধরে যায়৷
আরও পড়ুন: Bipin Rawat: বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ, ঘটনাস্থলে যাচ্ছেন রাজনাথ
এ দিকে চপার দুর্ঘটনার খবরে আলোড়ন ছড়িয়ে পড়েছে জাতীয় রাজনীতিতে৷ টুইট করে রাহুল গান্ধী বিপিন রাওয়াতের নিরাপত্তা কামনা করেছেন৷ খবর শুনে স্তম্ভিত হয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি৷ কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভি উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন৷