Army Helicopter Crashes Live Updates: কুন্নুর চপার দুর্ঘটনায় মৃত্যু CDS বিপিন রাওয়াতের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
প্রকাশের সময় :
বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ০২:০৩:২৮ পিএম
/
৩৬২
বার খবরটি পড়া হয়েছে
• | Edited By: অর্পিতা দে
উটি: দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার (Army Helicopter Crash) ৷ সেনাবাহিনী সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারেই সওয়ার ছিলেন চিফ অফ ডিভেন্স স্টাফ বিপিন রাওয়াত-সহ মোট ১৪ জন উচ্চপদস্থ সেনা আধিকারিক ৷
তামিলনাড়ুর কোয়েম্বাটুর এবং সুলুরের মাঝে সেনাবাহিনীর এম আই সিরিজের চপারটি ভেঙে পড়ে ৷ এতে সিডিএস বিপিন রাওয়াত-সহ তাঁর পরিবারের কয়েকজন সদস্য ও সেনা আধিকারিক ছিলেন ৷ স্থানীয়দের তৎপরতায় ইতিমধ্যেই খোঁজাখুঁজি এবং উদ্ধার কাজ শুরু হয়েছে।
সেনা কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল CDS বিপিন রাওয়াতের। বায়ুসেনা সূত্রে খবর, মৃত ১৩ জনের মধ্যে বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীও রয়েছেন।
সন্ধে ৬ঃ৩০ এ নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। বৈঠক হবে প্রধানমন্ত্রীর বাসভবনে
পৃথ্বী সিং চৌহান ছিলেন এই কপ্টারের চালক
বৃহস্পতিবার সকাল ১১ টায় লোকসভায় এ নিয়ে রাজনাথ সিং বিবৃতি দেবেন
ঘটনাস্থলে যাচ্ছেন বায়ুসেনা প্রধান
জেনারেল বিপিন রাওয়াতের বাসভবেন রাজনাথ সিং।
মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে সংসদে পৌঁছলেন অমিত শাহ।
জেনারেল বিপিন রাওয়াতের জন্য ৬ চিকিৎসরকের মেডিক্যাল টিম গঠন
সেনা চপার দুর্ঘটনার খবর শুনে প্রশাসনিক বৈঠক বাতিল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহ ও মুর্শিদাবাদে তাঁর প্রশাসনিক বৈঠক ছিল। মালদহে বৈঠক চলাকালীনই সেনা চপার দুর্ঘটনার খবর পান মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেনা চপার দুর্ঘটনার কথা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
তামিলনাড়ুর কুন্নুরে রওনা দিলেন রাজনাথ সিং।
#WATCH | Latest visuals from the spot (between Coimbatore and Sulur) where a military chopper crashed in Tamil Nadu. CDS Gen Bipin Rawat, his staff and some family members were in the chopper.
সূত্রের খবর, বিপিন রাওয়াতকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেনার সর্বাধিনায়ককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আবহাওয়ার কারণেই দুর্ঘটনা কি না, তা এখনও স্পষ্ট নয়।
৬ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
কপ্টারে থাকা ৯ জনের নামের তালিকা
বিপিন রাওয়াতকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
চপারটি এমআই ১৭ ফাইভ সিরিজের।
চলছে উদ্ধারকার্য
তামিলনাড়ু পুলিশ নিশ্চিত করে জেনারেল বিপিন রাওয়াত ছিলেন চপারে।
কপ্টারে ছিলেন CDS বিপিন রাওয়াতের স্ত্রীও মধুলিকা রাওয়াতও।
বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত
যুদ্ধকালীন তত্পলরতায় উদ্ধারকাজ চলছে।
কুন্নুরে ভেঙে পড়ল এমআই ১৭ ভি ফাইভ সেনা চপার।
গভীর জঙ্গলে ভেঙে পড়ে চপারটি।
ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায়।
চপারে ছিলেন সেনার সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত। ছিলেন আরও কয়েক জন সেনাকর্তা।
বায়ুসেনা সূত্রে খবর, চপারে জেনারেল বিপিন রাওয়াত সহ ১৪ জন ছিলেন।
An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu. An Inquiry has been ordered to ascertain the cause of the accident.