একসময় চিনে ভালো ব্যবসা করত বলিউড ছবি।ওদেশের প্রবাসী ভারতীয়দের জন্য ছবি হিন্দিতে মুক্তি পেলেও , পাশাপাশি চাইনিজ ডাবিং ভার্সনেও মুক্তি পেত ছবি।চিনে যে সমস্ত ছবি দুর্দান্ত ফল করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য আমির খানের ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’,সলমনের ‘বজরঙ্গী ভাইজান’,আয়ুষ্মান খুরানার ‘অন্ধাধুন’ কিংবা প্রভাস অভিনীত ‘বাহুবলী ২’ এর মতো ছবি।দেশের বক্সঅফিসের পাশাপাশি চৈনিক বক্সঅফিসকেও পাখির চোখ করতেন বলিউডের প্রযোজকরা।তবে সে তো ২০১৯সালের কথা।করোনাকালে দুইবছর তেমন কোন ছবিই মুক্তি পায়নি চিনদেশে।তবে নতুন বছর থেকে নিয়ম করে ম্যাকমোহন লাইনের ওপারে বলিউডি মশালা ফিল্ম পাঠানোর পরিকল্পনা করছেন প্রযোজকরা।
২০২২এর ৭জানুয়ারি চিনে মুক্তি পাচ্ছে সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি ‘ছিছোড়ে’।ইতিমধ্যেই জাতীয় পুরস্কার জিতে নিয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি।চিনে হিন্দির পাশাপাশি চাইনিজ ডাবিংয়েও ‘ছিছোড়ে’ মুক্তি পাবে বলে খবর।প্রকাশ্যে এসেছে ছবির চাইনিজ ভাষার পোস্টারও।
এর আগেও চাইনিজ বক্সঅফিসে দুর্দান্ত ফল করেছিল নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি ‘দঙ্গল’।ওদেশে ছবির রোজগার প্রায় ১৩০০কোটিরও বেশি।বলিউড ছবির ভালো চাহিদা রয়েছে চিনদেশে,পাশাপাশি অকালপ্রয়াণের পর সুশান্ত সিং রাজপুতকে নিয়ে আলাদা আবেগ রয়েছে প্রবাসী ভারতীয়দের মধ্যে।কাজেই ‘দঙ্গল’-এর মতো ‘ছিছোড়ে’-ও ভালো ফল করবে বক্সঅফিসে।এমনটাই বলছেন বলিবিশেষজ্ঞরা।