গতকাল তেলেগু সিনেমার ‘আইকনিক স্টার’ আল্লু অর্জুন অভিনীত নতুন ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে। ট্রেইলারে আল্লুর অভিনয় এবং সংলাপ বলার স্টাইল দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অভিনেত্রী পূজা হেগড়ে। সোশ্যাল মিডিয়ায় তিনি তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিখেছেন,’অসাধারণ আল্লু অর্জুন। আল্লুর অভিনয় চমৎকার, সংলাপও ছিল অসাধারণ।’ পূজা ছবির পরিচালক ও পুরো টিমের জন্য শুভ কামনা করেছেন। থিম ট্র্যাকের জন্য তিনি দেবী শ্রীপ্রসাদ স্যারকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত আলোর সঙ্গে এর আগে দুটি ছবিতে অভিনয় করেছেন পূজা।এই ছবিটিতে আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারি চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে আছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবিটি পরিচালনা করেছেন সুকুমার।
আল্লু অর্জুন,পূজা হেগড়ে
ছবিটি মুক্তি পাবে আগামী ১৭ ডিসেম্বর। অন্যদিকে পূজা হেগড়ে রং ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ছবি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার বহু আকাঙ্খিত ছবি ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন আখিল আক্কিনেনি। এছাড়াও প্রভাসের সঙ্গে রাধে ‘শ্যাম’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এটিও খুব শিগগিরই মুক্তি পাবে। এছাড়া সালমান খানের বিপরীতে তাঁকে দেখা যাবে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে। রণবীর সিংয়ের সঙ্গে আসছে তার ‘সার্কাস’। ‘আচার্য’ ছবিতে রোমান্স করতে দেখা যাবে পূজাকে রামচরনের সঙ্গে। থালাপতি বিজয় সঙ্গে ‘বিস্ট’ ছবিতেও তিনি অভিনয় করেছেন।
আল্লু অর্জুন,পূজা হেগড়ে