ক্যানিং: কখনও জঙ্গলের ভিতর আবার কখনও জঙ্গলের বাইরে বাঘের ম্যারাথন দৌড় কমবেশি সকলেই দেখেছেন। আর এই ম্যারাথন দৌড়ের জেরে জঙ্গলের চারিদিকে আয়রনের জালে বহুবার জখম হয়েছে সুন্দরবনের বাঘেরা। এমনকী আঘাত জনিত কারণে বাঘের মৃত্যুও হয়েছে। তাই সেসব আটকাতে এবার রাজ্য বনদফতর আধুনিক প্রযুক্তির মাধ্যমে সুন্দরবনের জঙ্গলে বেড়ার ব্যবস্থা করেছে। এতদিন জঙ্গলের চারিদিকে লোহা দেওয়া থাকতো।
এবার আয়রনের বদলে প্লাস্টিক ও রবারের বেড়া দেওয়ার পরিকল্পনা নিয়েছে বনদফতর। ইতিমধ্যে বেশ কয়েক কিলোমিটার বেড়া দেওয়ার কাজও করা হয়ে গিয়েছে। উত্তর ২৪, পরগনার বসিরহাটে মহাকুমার সুন্দরবনের ঝিঙ্গা খালি বিটে কলকাতা টিভির ক্যামেরায় তেমনি ছবি ধরা পরল।
আম্ফান, যশ বিপর্যয়ের কারণে দীর্ঘদিন নদীর নোনা জল লেগে এই তারের বেড়া জাল গুলো দুর্বল ও বিপর্যস্ত হয়েছে। কখনও চোরা শিকারিরা জঙ্গলে কাঠ কাটতে এসে জাল কেটে নষ্ট করেছে। তাই সেসব আটকাতে এবার সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে রবার ও প্লাস্টিকের জাল দেওয়া শুরু করেছে রাজ্য বনদফতর।
আরও পড়ুন – জাওয়াদ আতঙ্কে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবনের মানুষ
এই কথা জানালেন খোদ রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে এই কাজ হবে প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখে। এই বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। এছাড়াও বাঘের মুখে পড়ে মৃত্যু হচ্ছে মৎস্যজীবী থেকে সাধারণ মানুষের। তাই এসব আতকাতেই নয়া পরিকল্পনা নিয়েছে বনদফতর।