ওয়াশিংটন: আমেরিকায় প্রথম ওমিক্রন (Omicron) আক্রান্ত । ভ্যাকসিনের দুটি টিকা নেওয়ার পরও ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে । তিনি গত ২২ তারিখ দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ছিলেন । ২৯ তারিখ তাঁর পজিটিভ ধরা পড়ে । তারপর জিনোম সিকুয়েন্স দেখা যায় তিনি ওমিক্রণ ভেরিয়েন্ট এ আক্রান্ত। আমেরিকাতেও ঢুকে পরল ওমিক্রণ ।
আমেরিকার অন্যতম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্টনি ফসি বুধবার এ খবর জানিয়ে বলেছেন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করছেন । তার পরই তাঁরা এ বিষয়ে রিপোর্ট দিয়েছেন ।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক বা ‘ভেরিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত করেছে । দক্ষিণ আফ্রিকা-সহ বেশ কয়েকটি দেশে ছড়াচ্ছে ‘ওমিক্রন’ । ভারতে এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টের খোঁজ মেলেনি বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী । যদিও, গত কালই সৌদি আরবের এক ব্যক্তির শরীরে এই ওমিক্রনের খোঁজ মিলেছিল । আজ আমেরিকাতেও খোঁজ মিলল ।
আরও পড়ুন – ডেল্টার পর এবার ওমিক্রন, করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত গবেষকরা
ইতিমধ্যে ব্রিটেনের ২ জন ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। যাঁদের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছিল, তাঁরাও দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন । অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা এবং ইউরোপের অনেক দেশে দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । ইজরায়েল ও জার্মানিতেও করোনা ভাইরাসের এই প্রজাতির অস্তিত্ব মিলেছে ।