কলকাতা: কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) সুর-প্রেম এখন কারও অজানা নয়। একুশের বিধানসভা ভোটের আগে তাঁর গলায় ওহ, লাভলি সাড়া ফেলে দিয়েছিল। এ বার কলকাতা পুরভোটের আগে আরও একটি মিউজিক ভিডিয়ো (Madan Mitra Music video) লঞ্চ করতে চলেছে৷ এক সপ্তাহের মধ্যে সেই মিউজিক ভিডিয়ো লঞ্চ করবে বলে শনিবার মদন মিত্র জানিয়েছেন৷ যা নিয়ে মদন ভক্তরা মুখিয়ে আছেন (Khela Hobe)৷
সপ্তাহ কয়েক আগে উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদনকে রবীন্দ্রসংগীত গাইতে বলেন৷ তিনি তৃণমূল নেতা মদন মিত্রকে বলেন, ‘তুমি অন্য কিছু গাইছ না তো রবীন্দ্রসংগীত ছাড়া?’ এর পরই মদন মিত্র বলেন, ‘হ্যাঁ শুধুই রবীন্দ্রসংগীত?’ হেসে মমতা জবাব দেন- ‘ওক্কে, ঠিক আছে।’ তার পরই ‘রঙিন ছেলে’র নতুন মিউজিক ভিডিয়ো প্রকাশের খবর আসতেই প্রশ্ন উঠছে, তা হলে কি এ বার মদনের রবীন্দ্রসংগীতের মিউজিক ভিডিয়ো? তা কিন্তু নয়৷ মদন মিত্র রবীন্দ্রসংগীত আগেই গেয়ে ফেলেছেন৷
তিনি শনিবার জানান, নতুন গানটি তাঁর ও নচিকেতার গলায় শোনা যাবে৷ নচিকেতার জন্যই মানুষ গানটি শুনবে, দাবি মদনের৷ কামারহাটির বিধায়ক বলেন, ‘এই গানের কৃতিত্ব নচিকেতার৷ গানের অডিয়ো রেকর্ডিং শেষ৷ দু-একদিনের মধ্যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল ও মহামেডান ক্লাবের মাঠে ভিডিয়ো শ্যুটিং হবে৷ সবজু ঘাসে খেলা হবে৷ আবার খেলা হবে, দাবি মদনের৷ গানটির দায়িত্ব রয়েছেন অভিজিৎ পাল৷ এক সপ্তাহের মধ্যে প্রকাশ পাবে মিউজিক ভিডিয়োটি৷
আরও পড়ুন- সাক্ষী রবীন্দ্রনাথ! মমতার কথা মেনে হারমোনিয়াম হাতে রবীন্দ্র-গানে মদন