Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৩ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
পুরভোটে বামেদের প্রার্থী তালিকা, জোট না হলেও কংগ্রেস-আইএসএফকে ছাড়া হল আসন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ০৪:১৪:৫৭ পিএম
  • / ৫৭০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

কলকাতা: প্রথমত, অস্তিত্ব রক্ষা। দ্বিতীয়ত, শরিকি সম্পর্ক (Left Front) বজায় রাখা। তৃতীয়ত, কংগ্রেস-আইএসএফের সঙ্গে জোটের দরজা খুলে রাখা। কলকাতা পুরসভা ভোটে বামেদের (Left Front) প্রার্থী তালিকা ঘোষণাকে এ ভাবেই বর্ণনা করা চলে। কারণ-

১) পুরসভার ১৪৪টি আসন। বামেরা প্রার্থী দিল ১২৭টিতে। ঘোষণা করল তৃণমূল-বিজেপি বিরোধী দলগুলির জন্য এই ১৭ আসন ছেড়ে রাখা হল।

২) বিধানসভা ভোটের আগে তৈরি হয়েছিল বাম-কংগ্রেস-আইএসএফ জোট। কিন্তু গঠনের দিন থেকেই উঠেছিল এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন। প্রথম থেকে বেসুরো ছিল কংগ্রেস। আইএসএফ একাধিকবার কংগ্রেসকে আক্রমণ করে। কিন্তু এই জোট ছাড়া ‘বিভ্রান্ত’ সিপিএমের পক্ষে বাংলার মাঠিতে টিকে থাকা কঠিন, তা আলিমুদ্দিনের পক্ককেশের নেতারা বুঝেছিলেন। একাধিক বিরোধিতা হয়েছে। মহম্মদ সেলিমের মতো নেতাদের কোণঠাসা করা হলেও শেষ রক্ষা হয়নি । কিন্তু শেষ পর্যন্ত জোটের পথ খুলেই রাখতে হল বামেদের।

৩) জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুদের পরবর্তী প্রজন্মকে বাংলার মানুষ এখন তেমন ভাবে চাইছেন না। বিধানসভা ভোটে সিপিএমকে শূন্য দিয়েছে বাংলা। যে আলিমুদ্দিন একসময় ফরওয়ার্ড ব্লক, আরএসপি-দের হেলায় উপেক্ষা করত, আজ সেই দিন ফুরিয়ে গিয়েছে। ক্ষমতা হারিয়েছে সিপিএম। গায়ের জোরে শরিকদের উপেক্ষা করার ক্ষমতা নেই।

আরও পড়ুন: Abhisekh Banerjee: বিজেপিকে হারানোর ক্ষমতা নেই সিপিএমের, ত্রিপুরায় দাবি অভিষেকের

একদিকে শরিকি দাবি মানা। অন্যদিকে অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ। এই দুইয়ের সমঝোতায় আজ ১৬ আসন ছেড়ে রাখল বামফ্রন্ট। কিন্তু মুখে একটিবারও জোটের কথা আনল না। উচ্চারণ করল না আসন সমঝোতা শব্দটিও। কেবল বলল, ‘আসন ছেড়ে রাখা হল।’  

জোট গঠনের দিন থেকেই সুর চড়িয়েছিল ফরওয়ার্ড ব্লক, আরএসপিরা। আইএসএফের মতো একটি ধর্মীয় সংগঠনকে কেন জোটে নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিল শরিক দলগুলি। ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছিল খোদ বিমান বসুকেও। বলতে হয়েছিল, এই জোট নির্বাচনী সমঝোতা। কিন্তু বিধানসভা ভোটের ফল প্রমাণ করেছে, এই সমঝোতা মানুষ চাননি। স্বভাবতই কোণঠাসা হয়েছে আলিমুদ্দিন। গুরুত্ব বেড়েছে শরিকদের। পুরভোটের আগে সেই শরিক-দাবি উপেক্ষা করা কোনও ভাবেই আলিমুদ্দিনের পক্ষে সম্ভব ছিল না।

জোট উপেক্ষা করাও সম্ভব নয়। কারণ তা হলে বিধানসভা ভোটের আগে তৃণমূল-বিজেপি বিরোধিতায় সিপিএমের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে দাঁড়াতে পারে। আগামিদিনে আরও খাদের সামনে পৌঁছনোর সম্ভাবনা তৈরি হত। শূন্যে নেমে আসা একটি দলের পক্ষে যা বড়ই আতঙ্কের। আর তাই আজ জোটের একটা দরজা খুলে রাখার প্রয়াস করল বামেরা। সাফাইও শোনা গেল। কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদারের যুক্তি, ‘১৪৪ এর মধ্যে ১৫-১৬ আসনে প্রার্থী দেওয়া হল না। বিজেপি-তৃণমূলকে যারা হারাতে পারবে তাদেরই সমর্থন করা হবে। ওই সব দলের মধ্যে আইএসএফ-কংগ্রেসও আছে।’

আরও পড়ুন: ‘ভোট শেষ জোট শেষ’ সংযুক্ত মোর্চা নিয়ে বলল সিপিএম

বামেদের বিরুদ্ধে আর একটি প্রশ্ন বারবার ওঠে। তা হল, অধিকাংশ নেতার বয়স। গত বিধানসভা ভোটে অনেক তরুণকে প্রার্থী করেছিল তারা। আজও সেই ধারা বজায় রাখল। বেশ কিছু তরুণ মুখ তুলে আনল।

এত কিছুর পরেও একটা কৌতূহল থেকেই যায়। শূন্যে নেমে যাওয়া একসময়ের শাসকদল কি ছোট লালবাড়িতে তাদের অস্তিত্ব বজায় রাখতে পারবে? বছরের শেষ সপ্তাহে সম্ভবত এই প্রশ্নের উত্তর মিলবে।   

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

তৃণমূলের বেশি ক্ষতি করছেন কুণাল, অভিযোগ পার্থর
শুক্রবার, ৩ মে, ২০২৪
চাকরিহারাদের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর
শুক্রবার, ৩ মে, ২০২৪
পলিট্রিক্সের গ্রিনরুম | নেপথ্যচারী অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়
শুক্রবার, ৩ মে, ২০২৪
বেআইনি নির্মাণ, কলকাতা পুলিশকে টাস্ক ফোর্স গড়ার নির্দেশ আদালতের
শুক্রবার, ৩ মে, ২০২৪
তৃণমূলের তোলাবাজি আর চলতে দেব না, হুমকি মোদির
শুক্রবার, ৩ মে, ২০২৪
অসুস্থ কৌশিক সেনের মা অভিনেত্রী চিত্রা সেন
শুক্রবার, ৩ মে, ২০২৪
বিচারাধীন বন্দির অধিকার প্রসঙ্গে কমিশনের কোনও এক্তিয়ার নেই, জানাল দিল্লি হাইকোর্ট
শুক্রবার, ৩ মে, ২০২৪
নিজাম প্যালেসে শেখ সিরাজকে হাজিরার নির্দেশ
শুক্রবার, ৩ মে, ২০২৪
রজনীকান্তের জীবন এবার বড়পর্দায়
শুক্রবার, ৩ মে, ২০২৪
আমার শূন্যপদে আইপ্যাকের শীর্ষকর্তাকে বসানো হোক, দলকে আর্জি বিক্ষুব্ধ কুণালের
শুক্রবার, ৩ মে, ২০২৪
বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
শুক্রবার, ৩ মে, ২০২৪
৪৪টি বসন্ত পেরিয়ে ধর্মেন্দ্রর প্রেমে আজও রঙিন হেমা
শুক্রবার, ৩ মে, ২০২৪
শনিবার পর্যন্ত চরম তাপপ্রবাহের সতর্কবার্তা
শুক্রবার, ৩ মে, ২০২৪
দামোদরের বুকে অবৈধ বালি খাদানের রমরমা
শুক্রবার, ৩ মে, ২০২৪
আলিপুরদুয়ারের জয়গাঁ সড়কে ট্রাকে অতিষ্ঠ জনজীবন
শুক্রবার, ৩ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team