নেল পালিশ পরতে ভীষণ পছন্দ করেন। মনের মত রঙে নখ রাঙিয়ে নেওয়া প্রায় এক প্রকার আপনার কাছে নেশার মত। সময় পেলে ইনস্টাগ্রাম দেখে রকমারী নেল আর্টও সেড়ে ফেলেন। কিন্তু জানেন কি আপনার এই ভাল লাগা আপনার নখের বিপদ ডেকে আনতে পারে, যদি এই বিষয়টি মাথায় না রাখেন।
নখ ন্যাচারাল রাখুন কিংবা মনের মত সাজিয়ে তুলুন, দুটো ক্ষেত্রেই নখের স্বাস্থ্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। নখ যাতে শক্ত ও ভাল থাকে তার জন্য নখের সঠিক যত্ন নেওয়ার প্রয়োজন। তবে ভাল ব্যাপার হল নখের যত্ন নিতে কাঠখড় পোড়াতে হয় না, মানে পকেটে টান পড়ার ভয় থাকে না। নিয়ম মত নখ পরিষ্কার করা এবং নিয়ম মেনে নখ কেটে ময়শ্চারাইজ করতে হবে এবং নখ বড় হওয়ার যে প্রক্রিয়াটা রয়েছে সেটা নিয়ে ধৈর্য্য রাখতে হবে। তবে এই বিষয়গুলোর ছাড়াও আর একটি বিষয় যেটা নখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হল নেল পালিশ লাগানোর মাঝে অন্তত একদিনের তফাত রাখা।
এই অভ্যেসটা থাকলে দেখবেন আপনার নখের স্বাস্থ্য দীর্ঘদিন ভাল থাকবে। বিউটি এক্সপার্টদের মতে এই অভ্যেসটা মাথায় রাখাল অত্যন্ত জরুরী। একের পর এক কেমিক্যালের পরতে নখের অবস্থা সহজেই খারাপ হতে পারে। বরং একটা নেল পালিশ তুলেই তার পর আবার অন্য রঙ নখে লাগানোর মাঝে নখ যাতে নিশ্বাস নিতে পারে তার ব্যবস্থা করা উচিত। অনেকেই মাসের পর মাস জামাকাপড়ে সঙ্গে ম্যাচ করে নেল পালিশ লাগিয়ে নেন। একটানা নেল পালিশের নানা রঙ ও নেল পালিশ রিমুভারের ব্যবহারে নখের জৌলুস নষ্ট হয়ে যায়। নখ দুর্বল হয়ে ভঙ্গুর হয়ে পড়ে। অনেক সময় আবার নখের ফেটে যাওয়া কিংবা নখ উঠে আসার মত সমস্যারও সৃষ্টি হতে পারে।
পর পর নেল পালিশ লাগাতে কেন মানা করেন বিশেষজ্ঞরা?
দীর্ঘদিন ধরে এই ভাবে এক টানা নেল পালিশ লাগালে, এতে থাকা রাসায়নিক নেল বেডে পৌঁছে নখের ক্ষতি করতে পারে। এর ফলে নখের ন্যাচারাল রঙ নষ্ট হয়ে যাওয়া, নখ ফাটা, নখ উঠে আসা কিংবা নখ ভাঙ্গার মত সমস্যার হয়।
নেল পালিশের থেকেও নখের বেশি ক্ষতি করতে এই ম্যানিকিউর পদ্ধতি
এছাড়াও বিভিন্ন ধরনের ম্যানিকিউর যেমন সোক-অফ জেল ম্যানিকিউর কিংবা ডিপ পাউডার ম্যানিকিউর যদি আপনার পছন্দ হয়ে সেক্ষেত্রেও এবার এই ম্যানিকিউর করার আগে আপনাকে দুবার ভাবতে হবে। কারণ নেল পালিশের থেকেও এই ম্যানিকিউর পদ্ধতি নখের বেশি ক্ষতি হয়। এমনকি এই জেল ম্যানিকিউর ব্যবহার করলে নখ পাতলাও হয়ে যেতে পারে। নখের আর্দ্রতা নষ্ট হয়। এবং নখ শুকিয়ে উঠে আসার প্রবণতা বেড়ে যায়।
নেল পালিশ পরা উচিত না উচিত না?
সাধারণত শরীরের রক্ত প্রবাহ থেকে নখ প্রয়োজনীয় অক্সিজেন ও অন্যান্য পুষ্টি জোগাড় করে। তাই নেল পালিশ লাগালেই যে নখে অক্সিজেন পৌঁছবে না তা কিন্তু নয়। তবে নখে কড়া রাসায়নিকের নেল পালিশে স্বাভাবিক ভাবেই সামান্য হলেও নখে ইরিটেশন হয়।
তাই নেল পালিশ পরার মাঝে যখন এক দিনের ব্রেক বা বিরতি অবশ্যই রাখুন। এই সময় নখে ইমোলিয়েন্ট বা কিউটিক্যাল অয়েল লাগাবেন। এতে নখের স্বাস্থ্য ভাল থাকবে। পেট্রোলিয়াম বেস্ড প্রোডাক্টের বদলে প্ল্যান্ট বেস্ড অ্যাসেটন রিমুভার ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।
ছবি সৌজন্য: Pixabay