সিউড়ি: নানুরে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় গণ-প্রতিবাদের ডাক দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। নভেম্বর বিপ্লবের পতাকা লাগানোর সময় বীরভূমের নানুরের বালিগুনি গ্রামে সিপিএম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম বাদল শেখ (৬০)। অভিযোগের তির তৃণমূলের দিকে। সিপিএমের দাবি, বাদলকে তুলে নিয়ে পিটিয়ে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
রবিবার নভেম্বর দিবস উপলক্ষে সিপিএম কার্যালয়ে পতাকা উত্তোলন করছিলেন বাদল। সিপিএমের অভিযোগ, দলীয় কর্মসূচি শেষে তৃণমূলের তাঁকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। কোনওক্রমে বাড়ি পৌঁছন তিনি। এর পর হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেওয়া হয়। নানুর থানার পুলিশ এসে বাদলকে বাড়ি থেকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়৷ সেখানকার চিকিৎসকরা ওই সিপিএম কর্মীকে মৃত বলে ঘোষণা করেন৷
আরও পড়ুন: মান রাখলেন শান্তিপুরের সৌমেন, বাঁচালেন জামানত, নিজের ওয়ার্ডে ৮৫০ ভোটের লিড
মৃতের পরিবারের অভিযোগ, সিপিএম করার অপরাধেই বাদলকে খুন হতে হয়েছে। নানুর বিধানসভার প্রাক্তন সিপিএম বিধায়ক শ্যামলী প্রধান দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন। তিনি বলেন, তৃণমূলের লোকজন বাদলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে৷ দোষীদের গ্রেফতার করে ব্যবস্থা নিক পুলিশ৷ কেউ যেন ছাড় না পায়। দ্রুত তদন্ত শেষ করার দাবি তুলেছেন প্রাক্তন সিপিএম বিধায়ক। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
Party State Committee member and Ex MLA Comrade Shyamali Pradhan has demanded immediate action from the Police to arrest and punish all the culprits. Party State Secretary comrade Surjya Kanta Mishra has called for mass protest across the state.
— CPI (M) (@cpimspeak) November 9, 2021