অযোধ্যা: আগে জনগণের টাকায় কবরস্থান হত। আর এখন বিজেপি সরকার সেই টাকায় বিভিন্ন মন্দিরের উন্নয়ন করছে। বুধবার এই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য সরকারের দীপোৎসব অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় আগামী বছর হোলি পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারির সময় গরিবদের খাদ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করেছিল সরকার। নভেম্বর অবধি এই প্রকল্প চলবে বলে ঠিক ছিল। যেহেতু মহামারি এখনও বিদায় নেয়নি, তাই উত্তরপ্রদেশ সরকার এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করছে। আগামী বছর হোলি পর্যন্ত বিনামূল্যে নুন, চিনি, ডাল এবং তেল পাবেন। এর বাইরে কেরোসিন তেল, চাল, গমও মিলবে রেশন দোকান থেকে।
আরও পড়ুন: পাকিস্তানের জয়ে উৎসব পালনকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা: যোগী আদিত্যনাথ
এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির ফলে রাজ্যের ১৫ কোটি মানুষ উপকৃত হবে বলে জানান যোগী। বছর ঘুরলেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। আবার প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বাজিমাত করতে ইতিমধ্যেই জোরকদমে ময়দানে নেমেছে কংগ্রেস। বুধবার ৫০টি প্রকল্পেরও উদ্বোধন করেন যোগী আদিত্যনাথ। প্রকল্পগুলির রূপায়নে ৬৬১ কোটি টাকা খরচ করবে সরকার।
পূর্ববর্তী সরকারকে আক্রমণ করে যোগী আদিত্যনাথ বলেন, আগে রাজ্যের টাকা কবরস্থানের জমির জন্য খরচ হত। এখন সেই টাকায় মন্দিরের পিছনে ব্যয় করা হয়। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ চলছে। কেন্দ্রের সহায়তায় রাজ্যের ৫০০টি মন্দির ও অন্যান্য ধর্মীয় স্থানের সংস্কার কাজ চলছে। ৩০০টির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাকিগুলির কাজ আগামী দু’মাসে শেষ হয়ে যাবে।
আরও পড়ুন: যোগী আদিত্যনাথের অনুষ্ঠানের নিরাপত্তায় ত্রুটি, বরখাস্ত চার পুলিশকর্মী
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, যারা কবরস্থান ভালোবাসত, তারা সেখানে টাকা খরচ করত। যারা ধর্ম-সংস্কৃতি ভালোবাসে, তারা তার পিছনে অর্থ ব্যয় করছে। ৩০ বছর আগে জয় শ্রীরাম বললে তা অপরাধ হিসেবে গন্য হত। প্রধানমন্ত্রীর চেষ্টায় গত বছর রাম মন্দির তৈরি শুরু হয়েছে। রাম সবাইকে এক করে রেখেছে। এটাই রামের শক্তি। ২০২৩-এ মন্দির নির্মাণ শেষ হবে। কেউ মন্দিরের কাজ আটকাতে পারবে না।