বোলপুর: শান্তিনিকেতনে প্রাচী প্রতীচী আর্ট গ্যালারির হাত ধরে বিশ্বশান্তি ও সংহতির বার্তা দিতে বাংলা ও ত্রিপুরার সংস্কৃতির মেলবন্ধন। এদিন পঞ্চবন আর্ট রিসোর্টের খাপছাড়া মঞ্চে আয়োজিত হল সাংস্কৃতিক সন্ধ্যা ‘ঋতু-যাপন ও রবি’। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া হিংসার ঘটনার প্রতিবাদ করেন শিল্পীরা।
প্রতিবেশী ত্রিপুরা রাজ্যের সাংস্কৃতিক দল ‘মেঘ বালিকা’ ও শান্তিনিকেতনের সাংস্কৃতিক দল ‘গীতিকুঞ্জ’ যৌথ ভাবে ‘ঋতু-যাপন ও রবি’ শীর্ষক একটি সন্ধ্যানুষ্ঠান নিবেদন করেন৷ অনুষ্ঠানে সূচনা করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অধ্যাপক মোহন সিং খাঙ্গুরা, উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক সমীরণ রায়, সমাজসেবী সুরেশ আগরওয়াল প্রমুখ৷
সাম্প্রতিক ঘটে যাওয়া বাংলাদেশে হিংসার ঘটনার প্রতিবাদে দুই রাজ্যের সংস্কৃতির মেলবন্ধনের উদ্যেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান প্রাচী প্রতীচী আর্ট গ্যালারির কর্ণধার তাপস মল্লিক৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দুই রাজ্যের সংস্কৃতির আদান প্রদান হয় সন্ধ্যানুষ্ঠানের মধ্যদিয়ে।
আরও পড়ুন-বিজেপি থাকবে, মোদি বিরোধিতায় দিশাহীন রাহুলের কংগ্রেস, মনে করছেন প্রশান্ত কিশোর
সঙ্গীত শিল্পী মোহন সিং খাঙ্গুরা বলেন, “এই ধরনের অনুষ্ঠান খুব প্রয়োজন। পশ্চিমবঙ্গ থেকে বহু কিছুই তো হারিয়ে যাচ্ছে৷ সাংস্কৃতিক চর্চার পরিবেশ নেই৷ দেখছেন তো বাংলাদেশ কি হল। তাই এই ধরনের সুন্দর অনুষ্ঠান খুব দরকার।”