কলকাতা : সকালে হালকা শীতের আমেজ। রাজ্যজুড়ে বিস্তার লাভ করেছে এক শুষ্ক আবহাওয়া। সপ্তাহান্তে রাতের বেলায় তাপমাত্রার পারদ নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাড়বে শীতের আমেজ। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন কলকাতার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে। সকালের দিকে অনেক জায়গাতেই সামান্য কুয়াশা পড়ছে। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ থাকছে। আগামী শুক্র ও শনিবার রাতের দিকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম।
আরও পড়ুন : বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ে ১৮ ঘণ্টা আটকে শ’খানেক পর্যটক, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে প্রশাসন
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমে তামিলনাড়ুর উপকূলে অভিমুখে এগোবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। আগামী দু’দিনে গুজরাট এবং শুক্রবার থেকে বিহার ও ঝাড়খন্ডে রাতের বেলায় তাপমাত্রা বেশ কিছুটা কমবে।