ব্র্যান্ড নেমেই কামাল করেন রোহিত শেট্টি। তাঁর মতোই তাঁর ছবিতেও থাকে ভরপুর এনার্জি। সেই এনার্জির খোঁজেই রোহিতের ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমায় দর্শক। আপাতত দিওয়ালির পর মুক্তি পাবে রোহিতের বহু প্রতীক্ষিত কপ ড্রামা ‘সূর্যবংশী’। সেই ছবির মুক্তি নিয়ে ব্যস্ত রোহিত। তবে শোনা যাচ্ছে ‘সূর্যবংশী’ মুক্তির পর পরই নাকি পরের ছবির মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন রোহিত।
আরও পড়ুন : রেকর্ড সংখ্যক স্ক্রিনে ‘সূর্যবংশী’র মুক্তি
এই বছর দিওয়ালিতে ‘সূর্যবংশী’ মুক্তির পরই জানা যাবে রোহিতের পরের ছবি ‘সার্কাস’-এর মুক্তির দিন। এখনও পর্যন্ত ঠিক হয়েছে ২০২২-এর দিওয়ালিতে ‘সার্কাস’ রিলিজ করতে চান রোহিত। ‘সার্কাস’-এ রয়েছেন রণবীর সিং। এই ছবি আসলে আসলে ইন অ্যান্ড আউট কমেডি। দিওয়ালির সময়টাই ছবি মুক্তির উপযুক্ত সময় হতে পারে বলে মনে করছেন রোহিত। এর আগেও দিওয়ালির সময় ছবি রিলিজ করিয়ে কামাল করেছেন রোহিত। ২০২২-এ তেমনই কিছু করতে চান তিনি।
‘সার্কাস’ রিলিজ নিয়ে বড়সড় চিন্তাভাবনা রয়েছে রোহিতের। তবে রণবীরকেও আলাদা করে গুরুত্ব দিচ্ছেন তিনি। আটকে আছে রণবীর সিং-এর তিনটে ছবির রিলিজ। পাঁচ মাসের মধ্যে মুক্তি পাবে তাঁর ‘সূর্যবংশী’, ‘৮৩’ আর ‘জয়েসভাই জোরদার’। কাজেই সামনের বছর দিওয়ালির সপ্তাহে ‘সার্কাস’ রিলিজ করলে রণবীরের ছবির রিলিজ নিয়েও কোনও সমস্যা হবে না বলেই মনে করছে টিম ‘সার্কাস’।
আরও পড়ুন : বাজিরাও সিংঘমের ‘সার্কাস’
শোনা যাচ্ছে ‘সূর্যবংশী’ রিলিজের পরই ‘সার্কাস’-এর মুক্তির দিন জানানো হবে। ছবিতে রণবীর সিং ছাড়াও ফিমেল লিড হিসেবে আছেন পূজা হেগড়ে আর জ্যাকলিন ফার্নান্ডেজ ।