বলিউডে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত নায়কদের মধ্যে রাজকুমার রাওয়ের নাম অবশ্যই বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সাতটি হিন্দি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। গত বছর শেষের দিকে অনুরাগ বসুর ছবি ‘লুডো’তে রাজকুমারকে দেখা গিয়েছিল দুটি লুকে। একটি পুরুষ এবং একটি নারীর চরিত্রে।
আরও পড়ুন: শ্যুটিংয়ে ফিরলেন রাজকুমার রাও
সোশ্যাল মিডিয়ায় নিজেরই পোস্ট করা এই বিশেষ লুকের দুটি ছবি নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সবুজ লেহেঙ্গা ম্যাচিং চোলি পরে নারীর বেশে রাজকুমারকে দেখে অনেকেই চিনতে পারিনি। অনেকেই ভেবেছিলেন রাজ কুমারের বিপরীতের কোন নায়িকা। এটি অনুরাগ বসুর একটি ডার্ক কমেডি ছবি ছিল। এরপর আরও বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাও। পরিচালক শরন শর্মা জাহ্নবী কাপুরকে নিয়ে ছবি করেছেন যেখানে দেখা যাবে রাজকুমার রাওকে। এখানে দুজনেই ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন। দুই অভিনেতাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে এই স্পোর্টস মুভির জন্য। এই ছবিতে ‘রুহি’র পরে জাহ্নবি রাজকুমারকে একসঙ্গে দেখা যাবে।
ভিদ
রাজকুমারের হাতে সেই সময় ‘বাধাই দো’, ‘হাম দো হামারে দো’ও একটি তেলেগু ছবির রিমেক এর শুটিং চলছিল। এছাড়াও রাজ কুমার অভিনীত ‘ছলাং’ একটি স্পোর্টস মুভি। স্পোর্টস ছবি নিয়ে নির্মাতা এবং দর্শকদের আগ্রহ ক্রমশই বেড়ে চলেছে। এই মুহূর্তে বলিউডের জনপ্রিয় নায়ক রাজকুমারের ৭ টি ভিন্ন ধরনের ছবি মুক্তির জন্য অপেক্ষা করছে। দর্শকরা মনে করে রাজকুমার থাকা মানে যে কোন ছবি অন্য মাত্রা পায়। তাঁর অভিনয়গুণে মশগুল দর্শকরা। রাজ কুমার অভিনীত যে ৭টি ভিন্ন স্বাদের ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে সেগুলি হল ‘সেকেন্ড ইনিংস’, ‘বাধাই দো’, ‘ভিদ’, ‘হিট’, ‘হম দো হামারে দো’, ‘লাইফ ইন এ মেট্রো 2’, ‘সোয়াগত হ্যায়’।