নাগপুর: বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষ নেতাদের মুখে এর আগে জনসংখ্যা নীতির কথা শোনা গিয়েছে। এ বার সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের গলাতেও একই সুর শোনা গেল। শুক্রবার বার্ষিক বিজয় দশমী সমাবেশে ভাগবত বলেন, জনসংখ্যা নীতি নিয়ে ভাববার সময় এসেছে। জনসংখ্যার ভারসাম্যহীনতা দেশের অন্যতম সমস্যা বলেও দাবি করেন মোহন।
সঙ্ঘ প্রধানের কথায়, আগামী ৫০ বছরের জন্য জনসংখ্যা নীতি প্রবর্তন করা উচিত। জনসংখ্যার ভারসাম্যহীনতা দেশের অন্যতম বড় সমস্যা। জনসংখ্যার ভারসাম্যহীনতার কারণেই দেশের অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। স্বাধীনতা থেকে স্বতন্ত্রতা- এই যাত্রাপথে এমন অনেক কিছু রয়েছে, যার জন্য ভারতের অগ্রগতি বাধা পাচ্ছে। আমরা এমন সংস্কৃতি চাই না যা বিভাজনের সৃষ্টি করে।
আরও পড়ুন: চতুর্থ স্তম্ভ: বিজেপির হাতিয়ার ধর্ম
নাগপুরের রেশমবাগ ময়দানের সমাবেশে মোহন ভাগবত বলেন, সন্ত্রাসবাদীরা জম্মু-কাশ্মীরে ভয়ের পরিবেশ তৈরি করতে বেছে বেছে সাধারণ মানুষকে টার্গেট করছে। সীমান্তে সামরিক প্রস্তুতি বাড়ানোর প্রয়োজন রয়েছে। তিনি বিটকয়েন এবং ওটিটি প্ল্যাটফর্ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে সেগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করতে বলেন। করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভূমিকারও তারিফ করেন ভাগবত।
There has to be a policy to control population: RSS chief Bhagwat
— Press Trust of India (@PTI_News) October 15, 2021
আরএসএস প্রধানের বিজয়া দশমী ভাষণকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই সমাবেশ থেকেই আরএসএসের দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যগুলি আমজনতার সামনে তুলে ধরা হয়। বিভিন্ন জাতীয় ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরতে এই সমাবেশকেই মঞ্চ হিসেবে ব্যবহার করে সঙ্ঘ।
আরও পড়ুন: চতুর্থ স্তম্ভ : মুসলিম জনসংখ্যা হু হু করে বাড়ছে