তারকার অনুকরণ করে তিনি প্রায় তারকা। তিনি হলেন নকল শাহরুখ। তাঁর নাম রাজু রাহিওয়ার। দেখতে অনেকটাই শাহরুখ খানের মতো। কর্পোরেট শোতে শাহরুখের প্রক্সি দিয়ে কিংবা কমার্শিয়াল শ্যুটে বডি ডাবল হিসেবে কাজ করে থাকেন রাজু। দর্শকরা তাঁকে জুনিয়র শাহরুখ বলেই ডাকেন। এ নামে ডাকলে রাজু গর্বিত হন।
আরও পড়ুন: শাহরুখের বিজ্ঞাপনে কোপ, কাজ সামলাচ্ছেন বডি ডবল
নকল শাহরুখের বেশ ভালই দিন কাটছিল। কিন্তু বাধ সাধল শাহরুখ-পুত্র আরিয়ানের মাদক মামলায় গ্রেফতার। আরিয়ান গ্রেফতার হওয়ার পর বিপদে পড়েছেন রাজু রাহিওয়ারদের মতো নকল শাহরুখরা। বিভিন্ন কর্পোরেট শোতে শাহরুখের মিমিক্রি করে পেট চালাতেন তাঁরা। এটি ছিল তাঁদের পেশা। কিন্তু এই গ্রেফতারের ঘটনার পর থেকে একের পর এক শো বাতিল হতে শুরু করেছে। আর তাতেই কাজে টান পড়েছে রাজু কিংবা আর এক ‘নকল শাহরুখ’ ইব্রাহিম কাদরিদের। ইব্রাহিম গুজরাটের ছোট শহর জুনাগড়ের হোডিং শিল্পী।
শাহরুখ,ইব্রাহিম
ইব্রাহিমের অনুগামীরা মনে করেন যে তাঁর হাঁটাচলা, কথাবার্তা, অঙ্গভঙ্গি অবিকল শাহরুখেরই মতো। ইব্রাহিমের কাজেও টান পড়েছে আরিয়ান গ্রেফতারের পর। একের পর এক বাতিল হয়েছে তার শো। ‘নকল শাহরুখ’ রাজুর কথায়, ‘প্রায় দেড় বছর পর আবার কাজে ফিরেছিলাম, কারণ করোনা মহামারীর কারণে কোন অনুষ্ঠান হচ্ছিল না। অবস্থা একটু স্বাভাবিক হতেই এই গ্রেফতারের ঘটনা ঘটল। অক্টোবর মাসেই জয়পুরে দুটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু দুটো অনুষ্ঠানই বাতিল হয়েছে। আয়োজকরা শাহরুখের বর্তমান পরিস্থিতিতে মানুষের অস্বস্তির কথা আমাকে জানিয়েছে। তবে আমার বিশ্বাস ‘বলিউড বাদশা’ আবার নতুন শক্তি নিয়ে ফিরে আসবে’। রাজু এখন বিকল্প আয়ের উপায় খুঁজছে।