ইন্ডোর প্লান্টস বা হাউস প্লান্টস খুব সহজেই আপনার অন্দরসজ্জাকে আরও আকর্ষণীয় করে তোলে। বাড়ির পরিবেশে একটা ইতিবাচক প্রভাব ফেলে। কিন্তু এরা যত সহজে আপনার বাড়ি সাজিয়ে তোলে এদের যত্নে নেওয়া ঠিক ততটাই কঠিন। যেহেতু এই গাছগুলো বাড়ির ভিতরে থাকে বলে সঠিক পরিমাণে সূর্যের আলো বা তাজা হাওয়া পায় না তাই এদের যত্ন নেওয়ার কাজটাও ভীষণ কঠিন। আর এদিকে যত্নের অভাবে আপনার পছন্দের পিস লিলি, কিংবা স্নেক প্ল্যান্ট বা লাকি ব্যাম্বু অল্প কয়েক দিনের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে এবং শুকিয়ে যায়।
তাই আপনার ঘরে ইন্ডোর প্ল্যান্টের ছোঁয়া কীভাবে দীর্ঘদিন ধরে রাখবেন জেনে নিন-
ইন্ডোর প্ল্যান্টের সঠিক যত্ন নেওয়ার প্রথম শর্ত হল, এই গাছগুলি যেন সঠিক পরিমাণ সূর্যের আলো পায়। তবে অনেক ইন্ডোর প্ল্যান্টের বেড়ে ওঠার জন্য যেমন সরাসরি সূর্যের আলোর প্রয়োজন। তেমনি আবার অনেক গাছের বেড়ে ওঠার জন্য সরাসরি সূর্যের আলোর প্রয়োজন হয় না। তাই কোন গাছের কি রকম আলো প্রয়োজন সেই হিসেবে এগুলোকে সাজিয়ে রাখুন।
গাছে নিয়মিত জল দিন। মাটিতে আঙ্গুল দিয়ে আর্দ্রতার পরিমাণ যাচাই করে নিন। মাটি শুকনো লাগলে জল দিন। বেশি জল দিলে চেষ্টা করুন টবের নীচের ফুঁটো দিয়ে যেন জল বেড়িয়ে যেতে পারে। ক্যাচ ট্রে নিয়মিত পরিষ্কার রাখুন। জল বা মাটি জমতে দেবেন না
ইন্ডোর প্ল্যান্টেসের পাতা নিয়মিত পরিষ্কার করুন। এবার গাছের ডাল পরীক্ষা- নিরিক্ষা করে নিন। অনেক সময় গাছের পাতায় ধুলো বা ময়লা জমলে তা সূর্যের আলো আটকে দিতে পারে এবং অনেক রকমের কীটপতঙ্গের আঁতুড়ঘর হতে পারে। যেগুলি গাছের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাই ভেজা তোয়ালে দিয়ে গাছের পাতা নিয়মিত পরিষ্কার করে নিন।
গাছের পাতা ও ডালপালা ঠিক আছে কিনা নিয়মিত সেটা দেখে নিন। মাটির স্বাস্থ্য ভাল আছে কি না সেটাও নিয়মিত পরখ করে নিন। মাটিতে পোকা ধরলে বদলে ফেলুন। মাসে অন্তত একবার গাছের মাটি বদল করুন।