মুক্তির অপেক্ষায় রয়েছে প্রভাসের বেশ কিছু বিগ বাজেট ফিল্ম।তার মধ্যে যেমন রয়েছে ‘রাধে শ্যাম’-এর মতো ছবি,ঠিক তেমনই রয়েছে ওম রাউতের ছবি ‘আদিপুরুষ‘ এবং প্রশান্ত নীলের ছবি ‘সালার’-ও।আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে ‘রাধে শ্যাম’। ১১ অগস্ট বড়পর্দায় মুক্তি পাবে ‘আদিপুরুষ’ এবং ২০২২ সালেই আসছে ‘সালার’-ও। ইতিমধ্যেই একসঙ্গে একাধিক ছবির শ্যুটিং সারছেন বাহুবলী-র তারকা।শোনা যাচ্ছে আরও বেশ কিছু নতুন ছবি রয়েছে প্রভাসের ঝুলিতে।‘অর্জুন রেড্ডি’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরের ছবি ‘স্পিরিট’-এ মুখ্য ভূমিকায় নাকি থাকছেন প্রভাসই।শোনা যাচ্ছে,দক্ষিণী সুপারস্টারের নাকি এই ছবিতে কাজ করার কথাই ছিল না।
আরও পড়ুন – প্রভাসের হলিউড যাত্রা
একাধিক তেলুগু তারকার কাছে চিত্রনাট্য নিয়ে গিয়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।কিন্তু কেউই তার নতুন ছবিতে কাজ করতে রাজি হননি।এরপরই প্রভাসের দ্বারস্থ হন সন্দীপ।একবার চিত্রনাট্য পড়েই ছবিতে কাজ করতে রাজি হয়ে যান প্রভাস।এখানেই কিন্তু শেষ নয়, সূত্রের খবর,’পাঠান’-এর পরিচালক ইতিমধ্যেই পরের ছবি নিয়ে প্ল্যানিং শুরু করে দিয়েছেন।তার পরের ছবি ফুল প্যাক্ট অ্যাকশন এন্টারটেইনার।সেই ছবিতেও নাকি নায়কের ভূমিকায় প্রভাসকেই চাইছেন সিদ্ধার্থ।
প্রযোজক দিল রাজুর প্রযোজনায় পরিচালক প্রশান্ত নীলের পরের ছবিতেও থাকছেন বাহুবলীর অভিনেতাই।আগামী বছর পর্যন্ত প্রভাস যে শ্যুটিংয়েই ব্যস্ত থাকবেন তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন – প্রভাসের ‘সালার’ ফাঁস