মহারাষ্ট্র সরকার প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দেওয়ার পর পরই একাধিক বিগ বাজেট বলিউড ছবির মুক্তির দিন ঘোষিত হয়েছে। হিসাব বলছে মহামারীর কালে মুক্তি পাওয়া বলিউডের প্রথম বিগ বাজেট ছবি হতে চলেছে রোহিত শেট্টির ‘সূর্যবংশী’। সদ্যই ঘোষণা করা হল দিওয়ালির পরের দিন অর্থাৎ নভেম্বরের ৫ তারিখ মুক্তি পাচ্ছে ‘সূর্যবংশী’।
আগেই জানা গিয়েছিল দিওয়ালির সময়ে মুক্তি পেতে চলেছে রোহিত শেট্টির কপ ড্রামা। তারপরই কৌতূহলী হয়ে পড়েন রোহিত-ভক্তরা। দিওয়ালির আগে নাকি পরে ঠিক কবে মুক্তি পেতে পারে ছবি? দিওয়ালির পরের দিন ছবি মুক্তির ব্যাপারে ‘সূর্যবংশী’র নির্মাতাদের যুক্তি, দিওয়ালির সময়টাতে অনেকেই বাড়ির পুজো- আলোর উৎসব নিয়ে ব্যস্ত থাকেন, সেই সময়টাতে প্রেক্ষাগৃহে ছবি দেখতে আসবেন না কেউই।
আরও পড়ুন : স্মৃতিকাতর অক্ষয়
এদিকে ‘সূর্যবংশী’ যেহেতু মহামারীর কালে মুক্তি পাওয়া প্রথম বিগ টিকিট ছবি তাই ছবির বক্স অফিস সংগ্রহকে বিশেষ নজরে রাখছে গোটা বলিউড। ব্যবসার স্বার্থেই ছবি রিলিজের দিনের সঙ্গে কোনও রকম আপোষ করতে নারাজ নির্মাতারা। অতএব উৎসব মিটে যাওয়ার পর দিওয়ালির পরের দিনই মুক্তি পাবে ‘সূর্যবংশী’।
সূর্যবংশীর সঙ্গেই মুক্তি পাচ্ছে মার্ভেল স্টুডিও-র ‘ইটারনালস্’। সেক্ষেত্রে অবশ্য ছবির ব্যবসায় কোনও ক্ষতি হবে না বলেই আশাবাদী টিম ‘সূর্যবংশী’। তারা বলছেন, এর আগেও বলিউডের হাইভোল্টেজ ছবি ‘ওয়ার’- এর সঙ্গেই মুক্তি পেয়েছিল হলিউড ছবি ‘জোকার’। দুটি ছবিই দারুণ ব্যবসা করেছিল। ‘ইটারনালস্’ আর ‘সূর্যবংশী’-র ক্ষেত্রেও তেমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়।
আরও পড়ুন : অবশেষে মুক্তির খবর