লখনউ: লখিমপুরে কৃষক মৃত্যুর ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি৷ নিহত কৃষকদের পরিবারকে সমবেদনা জানাতে অবিজেপি দলের নেতাদের গন্তব্য এখন লখিমপুর৷ কিন্তু সেখানে ঢুকতেই বাধা পাচ্ছেন বিরোধীরা৷ যা দেখে কড়া প্রতিক্রিয়া দিয়েছে শিবসেনা৷ দলের সাংসদ সঞ্জয় রাউতের প্রশ্ন, ভারতের নাগরিকদের লখিমপুর খেরি যেতে বাধা দেওয়া হচ্ছে৷ উত্তরপ্রদেশ কি পাকিস্তানে?
আরও পড়ুন: লখিমপুরে যেতে বাধা যোগী পুলিশের, বিমানবন্দরে ধরনায় বসলেন রাহুল
লখিমপুর যাওয়ার পথে মঙ্গলবার গ্রেফতার হন প্রিয়াঙ্কা গান্ধী৷ তার আগে কংগ্রেস নেত্রীকে ৩০ ঘণ্টা আটক করে রেখেছিল পুলিশ৷ শেষমেশ ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে গতকাল গ্রেফতার হন প্রিয়াঙ্কা৷ তার পর আজ বুধবার লখনউ বিমানবন্দরে নেমেই পুলিশের বাধার মুখে পড়েন রাহুল গান্ধী৷ প্রতিবাদে তিনি সেখানেই ধরনায় বসে পড়েন৷ এই সব ঘটনায় যোগী সরকারের উপর স্বাভাবিকভাবে ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস৷ রাহুল-প্রিয়াঙ্কার উপর ‘সরকারি আক্রমণের’ তীব্র প্রতিবাদ জানান বিরোধীরা৷ বুধবার সংবাদ সংস্থা এএনআই-কে সঞ্জয় রাউত বলেন, লখিমপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ আর লখনউতে সরকার বিরোধীদের গ্রেফতার করছে৷ এটা কোন ধরনের আইন? উত্তরপ্রদেশ কি পাকিস্তানে যেখানে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ? এক রাজ্য থেকে আরেক রাজ্যে ঢুকতে পারা যাচ্ছে না৷ আবার নতুন কোনও লকডাউন শুরু হয়েছে নাকি?
আরও পড়ুন: লখিমপুরের ঘটনার ৩ দিন পর অমিতের সঙ্গে দেখা করে রিপোর্ট দিলেন অজয় মিশ্র
গত রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরে আট জনের মৃত্যু হয়৷ তাঁদের মধ্যে চার জন ছিলেন কৃষক৷ অভিযোগ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের কনভয়ের গাড়ির ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে৷ এবং ওই গাড়িতেই ছিলেন মন্ত্রী পুত্র আশিস মিশ্র৷ পুলিশ যে এফআইআর দায়ের করেছে তাতে নাম রয়েছে আশিসের৷ লখিমপুরের ঘটনায় সিবিআই এবং বিচারবিভাগীয় তদন্তের দাবি উঠেছে৷ কিন্তু রাজ্য সরকার সিট গঠন করে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে৷