মুম্বইয়ের নিকটবর্তী ভাসাই-এর বাসিন্দাদের চক্ষু চড়কগাছ! রাস্তায় উড়ে বেড়াচ্ছে ২০০০টাকার নোট! কেউ কেউ তো আবার নোটের পিছনে দৌড়ও লাগিয়েছিলেন রীতিমতো। শেষমেশ জানতে পারা গেল নোট বরসাতের আসল কারণ।
আসলে ভাসাই-এ শাহিদ কাপুরের ওয়েব সিরিজ ‘সানি’র শ্যুটিং হচ্ছে। ‘সানি’-তেই ওয়েব ডেবিউ করছেন শাহিদ। পরিচালক রাজ- ডিকে। সিরিজে একটি অ্যাক্সিডেন্ট দৃশ্য রয়েছে। কাহিনির খাতিরেই আয়োজন করা হয়েছিল নোট- বৃষ্টির। সিকোয়েন্স অনুযায়ী সে দিনই ছিল ওই দুর্ঘটনা দৃশ্যের শ্যুটিং ।গল্প অনুযায়ী দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর রাস্তা জুড়ে ছড়িয়ে পড়বে ২০০০ টাকার নোট, আর তার জন্যই ওই নোট বরসাতের এলাহি আয়োজন!
আরও পড়ুন : পাশে আছেন মিকা-সুজান
অবশ্য ছবির শ্যুটিং-এর স্বার্থে নোট বরসাতকে ভাল চোখে দেখেননি কেউই। কেউ বলছেন, এতে জাতির জনক মহাত্মা গান্ধির অপমান হয়েছে। কারুর দাবি শ্যুটিং মিটে যাওয়ার পরও রাস্তা থেকে নোট সরানো হয়নি। যদিও যারা নোট কুড়োতে গিয়েছিলেন তারা স্পষ্টই বুঝতে পারে আসল নয়, নকল নোটেরই বরসাত হয়েছিল শ্যুটিং ফ্লোরে! অবশ্য তার পরও ‘সানি’-র নির্মাতাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন ভাসাই-এর বাসিন্দারা। পুরো ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
আরও পড়ুন : পরেশের বদলি পঙ্কজ