অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২টি ওভারলোড ট্রাক আটক করল পুলিশ। রবিবার অন্ডাল ট্রাফিক ও পাণ্ডবেশ্বর থানার যৌথ উদ্যোগে বীরভূম থেকে পশ্চিম বর্ধমানে আসা ট্রাকগুলিতে নজরদারির চালানো হয়। এদিনের অভিযানে মোট ১২টি ওভারলোডেড পাথর বোঝাই গাড়ি আটক করা হয়।
অন্ডাল ট্র্যাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, ‘বীরভূম থেকে পশ্চিম বর্ধমানের মধ্যে ঢুকছে পাথর বোঝাই ওভারলোডের গাড়ি। এর ফলে রাস্তাঘাটের অবস্থা খারাপ হচ্ছে। যা বর্ষায় আরও সমস্যার সৃষ্টি করছে। এমনকি, দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। তাই অভিযান চালিয়ে নিয়মবহির্ভূত গাড়িগুলোকে আটক করা হয়েছে। আগামিদিনেও এই অভিযান চলবে।’
জাতীয় বা রাজ্য সড়কে সাধারণ মানুষ তো বটেই প্রাণহানি ঘটছে আইনরক্ষকদেরও৷ কিন্তু যে লরি বা ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা ঘটছে তা নিয়ম মেনে পণ্য পরিবহণ করছে কিনা সেই পরীক্ষায় ঢিলেঢালা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ রাজ্য বা জাতীয় সড়কে বিনা বাধায় চলছে ওভারলোডেড ট্রাক নিয়ে চলাফেরা৷ কিন্তু এত প্রচার ও কড়াকড়ির কথা বলা হলেও বন্ধ করা যাচ্ছে না ওভারলোডিং। তাই এ বার তা রদ করতে বিশেষ অভিযান চালানো শুরু করল পুলিশ৷ কারণ, গাড়ি বেশি ভারী হয়ে গেলে ব্রেক কম ধরে৷ ফলে গাড়ির গতি বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কা রয়ে যায়৷ চালক অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে জানান আধিকারিকরা৷