আপনার পায়ে যদি ছোট কালো ছোপ দেখা যায় যেগুলো অনেকটা কালো ডটের মত, তাহলে আপনার আপনার স্ট্রবেরি লেগসের সমস্যা আছে। এই সমস্যা দীর্ঘদিন ধরে ভুলভাবে শেভিংয়ের কারণে হতে পারে। যেমন দীর্ঘদিনের পুরোনো রেজার ব্যবহার করা, কিংবা রোমকূপের মুখ বন্ধ হয়ে যাওয়া। এই সব কারনে পায়ের চামড়া শুষ্ক হয়ে যায় এবং স্ট্রেবেরির বাইরের অংশটা যে রকম এ ক্ষেত্রে পায়ের অবস্থা অনেকটা ওই রকম হয়ে যায়। আর এই স্ট্রবেরি লেগসের সমস্যা সারিয়ে কীভাবে পায়ের ত্বক নরম ও কোমল করে তুলবেন জেনে নিন-
শেভিংয়ের সময় ময়শ্চারাইজিং জেল ব্যবহার করুন
শেভিংয়ের সময় ময়শ্চারাইজিং জেল ব্যবহার করুন। এবং যে দিকে পায়ের লোম বাড়ে সে দিকেই রেজার চালান। বিশেষ করে যে শেভিং জেলে অ্যালোভেরা ও ভিটামিন ই থাকে সে রকম শেভিং জেল বাছুন। এই ভিটামিন ই-তে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। এটি পায়ের ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মীর হাত থেকে রক্ষা করে।এটা পায়ের লোম নরম করে এর ফলে সহজেই শেভ হয়ে যায়। রেজারের ধার থেকে ত্বককে রক্ষা করে।
এপিলেটার ব্যবহার করুন
এই এপিলেটার একধরনের ইলেকট্রনিক যন্ত্র যা একে বারে গোড়া থেকে লোম উপরে দেয়। এর ফলে রোমকূপের মুখ আটকে যাওয়ার মত সমস্যার সৃষ্টি হয় না।ব্যাথাও কম হয় ত্বক রুক্ষ হয় না। পাশাপাশি পাতলা ও ঘন দুরকম পায়ের লোমের জন্য আলাদা সেটিংসের ব্যবস্থা রয়েছে এতে। তাই পাকে লোমমুক্ত করার কাজ আরও সহজ হয় এবং ত্বক সুন্দর থাকে। স্ট্রবেরি লেগসের সমস্যাও সৃষ্টি হয় না।
পা ভাল করে নিয়মিত ময়শ্চারাইজ করুন
শুষ্ক ত্বক স্ট্রবেরি লেগস আরও বেশি বাড়িয়ে তোলে। ত্বক শুষ্ক হলে পা শেভ করানোর সময় ত্বক আরও বেশি শুষ্ক হয়ে ওঠে।ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে এনে এই ময়শ্চারাইজার আপনার ত্বক আরও সুন্দর করে তোলে।এবং ত্বকে আর্দ্রতার ঘাটতি মেটায় কিছুটা হলেও স্ট্রবেরি লেগসের সমস্যা থেকে দূরে থাকা যায়।
নিয়মিত পা এক্সফোলিয়েট করুন
স্ট্রবেরি লেগসের সমস্যা দূর করতে রোজ এক্সফোলিয়েট করা দরকার। এর ফলে ত্বকের মৃত কোষ পরিষ্কার করে এবং ইনগ্রোউন হেয়ারের সমস্যা কমিয়ে দেবে।ত্বকের মৃতকোষ, ময়লা সরিয়ে ত্বককে দূষণমুক্ত ও ট্যানমুক্ত রাখে। পায়ের ত্বকের রোমকূপগুলো পরিষ্কার করে ত্বক সুন্দর ও নরম করে তুলবে।
গ্লাইকোলিক অ্যাসিড ক্লেনজিং প্যাড ব্যবহার করুন
পায়ের চামড়ায় অ্যাকনের সমস্যা থাকলে খুবই উপকার এই গ্লাইকোলিক অ্যাসিড। এর ফলে পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। ত্বকের কোষকে পুনরুজ্জ্বিত করে এবং চামড়ার রঙ উজ্জ্বল করে তোলে।এই ক্লেনজিং প্যাড ত্বকে অক্সিজেনের জোগান দেয়, ভাল করে পরিষ্কার করে এবং ত্বক ময়শ্চারাইজ করে।তাই প্রতিটি ক্লেনজিং প্যাডের ব্যবহারে আপনার ত্বক আরও বেশি সুন্দর, তারুণ্য ও জৌলুসপূর্ণ হয়ে উঠবে