নয়াদিল্লি: সুপ্রিম কোর্টকে (Supreme Court) পাঠানো কেন্দ্রের ই-মেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি৷ তা দেখে আইনজীবী থেকে বিচারপতি মহল অবধি আলোড়ন পড়ে গিয়েছে৷ কেন্দ্রের এমন আচরণ দেশের সর্বোচ্চ আদালতের গরিমা নষ্টের শামিল বলে মনে করছেন আইনজীবীরা৷ তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্ট কোনও সরকারি অফিস নয়৷ ই-মেল পাঠানোর সময় এটা কেন্দ্রের মাথায় রাখা উচিত ছিল৷ এর পরই ওই ই-মেল থেকে মোদির ছবি সরাতে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারকে (National Informatics Centre) নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট অফ রেজিস্ট্রি (Supreme Court Of Registry)৷
আরও পড়ুন: ‘অনুপ্রবেশ’ নিয়ে কেন্দ্রীয় বিজ্ঞপ্তির বিষয়ে রাজ্যের অবস্থান কী, জানতে চায় হাই কোর্ট
ঘটনাটা কী? আগামী বছর দেশের স্বাধীনতা দিবসের ৭৫ তম পূর্তি৷ সেই উপলক্ষে ছ’মাস আগে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের ডাক দিয়েছে মোদি সরকার৷ এটির বিজ্ঞাপনে অনেক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করা হচ্ছে৷ এই অবধি ঠিক ছিল৷ কিন্তু গোল বাধল মোদির ছবি লাগানো ই-মেল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি বিভাগকে পাঠানোয়৷ রেজিস্ট্রি বিভাগ থেকে সেই ই-মেল চলে যায় আইনজীবীদের কাছে৷
এই বিজ্ঞাপন নিয়ে আপত্তি আইনজীবীদের৷ ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত৷
ই-মেল দেখে তো অবাক হয়ে যান আইনজীবীরা৷ সুপ্রিম কোর্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে একে একে আইনজীবীরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন৷ আদালতের এক বরিষ্ঠ আইনজীবী চান্দের উদয় সিংয়ের গোটা বিষয় ‘ভীষণ আপত্তিজনক’ মনে হয়েছে৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট এবং দেশের অন্য আদালতগুলি সরকারি অফিস নয়৷ সরকারের প্রচার যন্ত্র হিসেবে ব্যবহার করাও উচিত নয়৷
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পদত্যাগের দাবিতে অসম ভবনে বিক্ষোভ
আইনজীবীদের আপত্তির পরই সুপ্রিম কোর্ট অফ রেজিস্ট্রি ন্যাশনাল ইনফরমেশন সেন্টারকে ওই ই-মেল থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দিতে বলা হয়৷ ভবিষ্যতে এই ধরনের ই-মেলে সুপ্রিম কোর্টের ছবি ছাড়া আর অন্য কিছু ব্যবহার যাতে না করা হয় সেটাও খেয়াল রাখতে বলা হয়৷ বলে রাখা ভালো, সুপ্রিম কোর্টের ই-মেল পরিষেবা দেয় ন্যাশনাল ইনফরমেশন সেন্টার৷