লন্ডন : এক বন্ধুর সঙ্গে দেখা করতে নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি পাবে যাচ্ছিলেন এক শিক্ষিকা। বাড়ি থেকে পাব মাত্র ৫ মিনিটের হাঁটা পথ। কিন্তু সেই ৫ মিনিটের হাঁটা পথের মধ্যেই খুন হলেন ২৮ বছরের শিক্ষিকা সাবিনা নেসা।
আরও পড়ুন : কোভিশিল্ড নিয়ে ব্রিটেনে যাওয়া গেলেও থাকতে হবে কোয়ারেন্টাইনে
শিক্ষিকা খুনের ঘটনায় এক সন্দেহজনক ব্যক্তিকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর লন্ডনের ক্যারট পার্কে এই ঘটনা ঘটে। কিডব্রুক গ্রামের ডিপোট বারে যাওয়ার কথা ছিল সাবিনার। তাঁর যাওয়ার পথেই পড়ে ক্যারট পার্ক। কিন্তু বাড়ি থেকে বেরোলেও পাবে যাননি তিনি। এরপর ১৮ সেপ্টেম্বর বিকেলে ওই পার্ক থেকে উদ্ধার হয় সাবিনার দেহ।
আরও পড়ুন : কবর খুঁড়ে নাতনির দেহ উদ্ধার করল পুলিশ, পলাতক খুনে অভিযুক্ত ঠাকুমা, ঠাকুরদারা
গোয়েন্দা জো গ্যারিটি জানান, সাবিনার পাবে পৌঁছতে ৫ মিনিটের বেশি লাগার কথা। কিন্তু সে পাবে পৌঁছতেই পারেনি। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহজনক এক ব্যক্তিকে দক্ষিণ লন্ডনের লুইশ্যাম থেকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ এক ব্যক্তির ছবি পেয়েছে। তার খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। গত সোমবার সাবিনার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।