শিলিগুড়ি : ভ্যাকসিন দেওয়া নিয়ে আবার চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল উত্তরবঙ্গে। শিলিগুড়ির পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের বুদ্ধভারতী হাই স্কুলের ঘটনা। অভিযোগ, ২৫০ জনকে ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় মাত্র ১২০ জনকে।
ভ্যাকসিন দেওয়া হবে। সেই জন্য বুধবার রাত থেকেই বুদ্ধাভারতী স্কুলের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন বহু সাধারণ মানুষ।সকালে ভ্যাকসিন কেন্দ্র থেকে লাইনে থাকা সকলকে টোকেন দেন। অভিযোগ, তারপর লাইনের প্রথম ১২০ জনকে ভ্যাকসিনের জন্য স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে নিয়ে যাওয়া হয়।
ওই প্রথম ১২০ জনকে নিয়ে যাওয়ার পর আর কাউকে ভ্যাকসিন দেওয়া হয়নি। ক্ষোভে ফেটে পড়েন ভ্যাকসিনের জন্য লাইনে থাকা সকলে। তাঁদের অভিযোগ, লাইনে দাঁড়িয়ে টোকেন পাওয়া সত্ত্বেও কেন তাঁরা ভ্যাকসিন নেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন?
আরও পড়ুন – ভবানীপুর উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
ভ্যাকসিন কেন্দ্রে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব
আরও পড়ুন – বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, ১৮৭ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস
প্রথম ১২০ জন বাদে বাকি ১৩০ জনের ভ্যাকসিন কোথায় গেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন সকলে। আর তা নিয়েই শুরু হয় বিশৃঙ্খলা। চলে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব।
এরপর গৌতম দেবকে ঘিরে তাঁদের সমস্ত অভিযোগ তুলে ধরেন উপস্থিত মানুষেরা। এরপর বিক্ষোভকারীদের লাইনে দাঁড় করিয়ে আবার তাঁদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেন তিনি।