বনগাঁ: দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গকে ইলিশ উপহার দিল বাংলাদেশ সরকার। বুধবার রাতে ১৫ টন পদ্মার ইলিশ পৌঁছল বনগাঁ পেট্রাপোল সীমান্তে।
এই নিয়ে বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে ধাপে ধাপে ২০৮০ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছেন হাসিনা প্রশাসন। আগামিকাল বৃহস্পতিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে বিক্রি হবে বাংলাদেশের ইলিশ।
বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক গত সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকার সচিবালয়। আগামী ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করা যাবে বলে জানিয়েছে হাসিনা সরকার। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রকের তরফে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানিতে অনুমতি দেওয়া হয়েছে। ৫২টি বাণিজ্যিক সংস্থা ৪০ মেট্রিক টন করে ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে। ধাপে ধাপে ওই ইলিশ সীমান্ত পেরিয়ে এ রাজ্যের বাজারে পৌঁছবে। বৃহস্পতিবার থেকে ওই ইলিশ পৌঁছতে পারে কলকাতার ক্রেতাদের হাতে।
পদ্মার ইলিশ হাতে এপার বাংলার মানুষ।
বাংলাদেশ পদ্মার ওই বিপুল পরিমাণ ইলিশ এ রাজ্যে আসার খবরে খুশি বাঙালি। তবে ওই ইলিশের দাম নাগালের মধ্যে থাকবে কি না তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। ২০১২ সালে বাংলাদেশ এ দেশে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। তবে মাঝে মাঝে পুজোর আগে জামাই ষষ্ঠী উপলক্ষে ইলিশ এসেছে। গত বছর পুজোর আগে প্রায় ৫০০ টন ইলিশ এসেছিল। তবে এত বিপুল পরিমাণ ইলিশ শেষ কবে এ দেশে এসেছে, তা মনে করতে পারছেন না অনেকেই।
আরও পড়ুন-ভোট না দিলে আমায় পাবেন না, মুখ্যমন্ত্রী অপরিবর্তিত রাখার আর্জি মমতার
উল্লেখ্য, বাংলাদেশ সরকার এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য হাঁড়িভাঙা আম উপহার দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী হাসিনাকে বাংলায় চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছিলেন। শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি ইলিশ পাঠানোর আবদারও জানিয়েছিলেন।
সেই আবদারই রাখলেন বন্ধু রাষ্ট্রের প্রধান। আর বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আগেই আসছে সেই পদ্মার ইলিশ। এমনিতেই এখন বাংলার বাজারে রুপোলি শস্যের আকাল। চড়া দাম দিয়েও মিলছে না ইলিশের সেই স্বাদ। তবে ওপার বাংলার ইলিশ বাজারে পৌঁছলে সেই খরা মিটবে বলেই আশাবাদী মৎস্যপ্রিয় বাঙালি।