আগরতলা: তৃণমূলকে (TMC) মিছিলের অনুমতি দেয়নি আগরতলা হাইকোর্ট (Agartala High Court)৷ তবুও আগামিকাল বুধবার ত্রিপুরায় যাবেন বলে মনস্থির করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)৷ তৃণমূল সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনে মিছিলে অংশ নেবেন না তিনি৷ তবে আগামিকাল আগরতলা পৌঁছে অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন ডায়মন্ড হারবারের সাংসদ৷
আরও পড়ুন: উত্তরপ্রদেশে জন্মনিয়ন্ত্রণ আইন কবে চালু, জানালেন যোগী আদিত্যনাথ
২২ সেপ্টেম্বর তৃণমূলের পদযাত্রার কর্মসূচি ছিল। আর ১৯ তারিখ ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে একটি কড়া নির্দেশিকা জারি কড়া হয়। সেখানে খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে পশ্চিম ত্রিপুরা জেলার কোথাও সভা-সমিতি বা জনসমাবেশ করা যাবে না। মূলত করোনা ঠেকাতেই এই নির্দেশিকা। আগামী দীপাবলি পর্যন্ত ওই নির্দেশিকা বহাল থাকবে বলে জানানো হয় সরকারি বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: ভোট পরবর্তী ‘অশান্তি’ সংক্রান্ত অভিযোগের অধিকাংশই ভুয়ো, সুপ্রিমকোর্টে হলফনামা রাজ্যের
এদিনই আগরতলা হাইকোর্টের পক্ষ থেকেও সমতুল নির্দেশ দেওয়া হয়েছে। আগামী নভেম্বর মাসের চার তারিখ পর্যন্ত সমগ্র ত্রিপুরা জুড়ে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। যা কার্যত রাজ্য সরকারের নির্দেশিকার উপরেই সবুজ সংকেত দেওয়ার সমতুল।