মুম্বই: অভিনেতা সোনু সুদের বাড়িতে ইডি’র অভিযানকে কেন্দ্রের ‘তালিবানি’ আচরন বলে কটাক্ষ করলেন শিব সেনা । বৃহস্পতিবার শিব সেনা মুখপাত্র মনীষা কায়াণ্ডে বলেন, ‘’কেন্দ্র যে ভাবে বাছাই করে টার্গেট করছে তার সঙ্গে তালিবানি কায়দার সম্পূর্ণ মিল রয়েছে।
বুধবার মুম্বইয়ের জুহু এলাকায় অভিনেতার বাড়িতে এবং দফতরে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও গোটা বিষয়টিকে শুধুমাত্র ‘সমীক্ষা’ বলেই দাবি করে কেন্দ্রীয় সংস্থাটি। যদিও উত্তর প্রদেশের একটি রিয়াল এস্টেট সংস্থার সঙ্গে বানিজ্যিক গাঁটছড়া বাধা নিয়ে বেশকিছু আর্থিক অসঙ্গতি সামনে এসেছে বলে অভিযোগ ইডির। সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই এই ‘সমীক্ষা’ চলছে বলে দাবি ইডির।
আরও পড়ুন: পাকিস্তানে ভারতীয় সেনার তথ্য পাচার, ধৃত গ্যাস এজেন্সির ইনচার্জ
উল্লেখ্য বেশ কয়েকদিন আগেই অরবিন্দ কেজরিওয়ালের দল আপের ব্র্যাণ্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হয়েছেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। আগামী পঞ্জাব নির্বাচনের জন্যই তাঁকে বেছে নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তারপর রাজনৈতিক কারণেই এই বলিউড অভিনেতাকে কৌশলগত মোকাবিলায় মাঠে নেমে পড়েছে মোদি-শাহরা। এমনটাই দাবি রাজনৈতিক মহলের। বৃহস্পতিবার শিবসেনার বিবৃতি সামনে আসায় সেই জল্পনা আরও স্পষ্ট হল বলে মনে করছে ওয়াকিবহালমহল।
আরও পড়ুন: কাবুলে ভারতীয় অপহরণ, উদ্ধারে তৎপর বিদেশ মন্ত্রক
উল্লেখ্য, গতবছর লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের নিরাপদে ঘরে ফেরাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন সোনু সুদ। যার ফলে দেশজুড়ে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল অভিনেতার। রাজনৈতিক মহলের ধারনা, সেই ভাবমূর্তিকে কাজে লাগিয়েই পঞ্জাব ভোটের বৈতরনী পেরোতে চেয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু এবার আর্থিক অনিয়মের অভিযোগ এনে সোনু সুদের সেই ভাবমূর্তিতে ধাক্কা দিতে চাইছে কেন্দ্র। যারফলে পঞ্জাবে আপের পরিকল্পনায় কিছুটা জল ঢালা যাবে বলে মনে করছে মোদি-শাহরা। এদিন শিব সেনার মন্তব্যে সেই বিষয়টি আরও জোরদার করল বলে মনে করছে রাজনৈতিক মহল।